ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় শাটলারদের মারধর-হুমকি

প্রকাশিত: ০৬:০২, ২ ডিসেম্বর ২০১৬

জাতীয় শাটলারদের মারধর-হুমকি

স্পোর্টস রিপোর্টার ॥ ন্যক্কারজনক এবং তুলকালাম কা- ঘটে গেছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের অভ্যন্তরে। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন ফেডারেশনের ক্যাম্পে থাকা বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দলের শাটলারদের ওপর হামলা করেছে কিছু বহিরাগত। বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় দলের সাবেক শাটলার এনায়েতউল্লাহ্র নেতৃত্বে কিছু বহিরাগত শাটলারদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। সেই সঙ্গে গালিগালাজ ও হুমকিও দেয়। উল্লেখ্য, আসন্ন সানরাইজ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টকে সামনে রেখে চলছে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে জাতীয় দলের ক্যাম্প। এ ক্যাম্পে আছেন জাতীয় দলের ১১ পুরুষ ও ৪ মহিলা শাটলার। জাতীয় দলের ক্যাম্পে থাকা মহিলা এককের চ্যাম্পিয়ন শাপলা আক্তার জনকণ্ঠকে বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে এ ধরনের হামলার ঘটনা নজিরবিহীন। এনায়েতউল্লাহ একজন সাবেক চ্যাম্পিয়ন। তার কাছ থেকে এ ধরনের ব্যবহার আশা করিনি। তিনি জাতীয় শাটলারদের ওপর যে ধরনের ন্যক্কারজনক হামলা করেছেন, তা মেনে নেয়া সম্ভব নয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা ক্যাম্পে ফিরে যাব না।’ ঘটনার শুরু ব্যাডমিন্টন প্লেয়ার এ্যাসোসিয়েশনের কমিটি গঠন নিয়ে। জাতীয় দলের বর্তমান ও সাবেক শাটলারদের নিয়ে গঠিত এ কমিটি গত ১৪ নবেম্বর নতুন করে গঠিত হয়েছিল। যেখানে সভাপতি হিসেবে অহিদুজ্জামান রাজু আর সাধারণ সম্পাদক সিব্বির আহমেদকে দায়িত্ব দেয়া হয়। আগের কমিটির সহ-সভাপতি এনায়েতকে বর্তমান কমিটিতে রাখা হয়নি। ফলে ক্ষিপ্ত হয়ে ওঠেন এনায়েত। বৃহস্পতিবার সকালে প্লেয়ার এ্যাসোসিয়েশনের বর্তমান কমিটির কাউকে না জানিয়ে ওই এ্যাসোসিয়েশনের ব্যানার ব্যবহার করে এনায়েত কিছু বহিরাগতদের সঙ্গে নিয়ে ব্যাডমিন্টন ফেডারেশনে ঢুকে সভার আয়োজন করেন। খবর পেয়ে এ্যাসোসিয়েশনের সভাপতি রাজু ও সিব্বির ফেডারেশনে এসে এই সভা বন্ধ করার জন্য অনুরোধ করেন এনায়েতসহ উপস্থিত সবাইকে।
×