ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গেইল ধামাকা দেখা যাবে আজ?

প্রকাশিত: ০৫:৫৯, ২ ডিসেম্বর ২০১৬

গেইল ধামাকা দেখা যাবে আজ?

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল টি২০) সবসময়ই মাতিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দানবীয় ব্যাটসম্যান ক্রিস গেইল। এবার দুটি ম্যাচ খেলেও ফেলেছেন। কিন্তু সেই মাতোয়ারা ভাব কোথায়? দুটি ম্যাচে ধুন্ধুমার ব্যাটিং ঠিকই করেছেন। তবে লম্বা সময় ধরে গেইল ব্যাটিং করবেন, বড় ইনিংস খেলবেন; এটিই সবার প্রত্যাশা। সেই প্রত্যাশা দুই ম্যাচে মেটাতে পারেননি এবার চিটাগাং ভাইকিংসের হয়ে খেলা গেইল। আজ কি তাহলে মিলবে সেই ধামাকা? আজ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে চিটাগাং ভাইকিংসের ম্যাচ রয়েছে। ঢাকা দলটি অনেক শক্তিশালী। সেরা চারেও সবার আগে স্থান করে নিয়েছে। চিটাগাংয়ের সেই স্থান অর্জন করার পালা। ঢাকা কোন দলকেই পাত্তা দিচ্ছে না। চিটাগাংকেও প্রথম লেগে হারিয়েছে। এবার চিটাগাংও আগের চেয়ে অনেক শক্তিশালী দল। দলে যে গেইল যুক্ত হয়েছেন। তাহলে কি গেইল ধামাকায় ঢাকার বিপক্ষে প্রতিশোধ নিয়ে নেবে চিটাগাংও। বৃহস্পতিবার দুপুরে অনুশীলন করেছেন চিটাগাং ভাইকিংসের ক্রিকেটাররা। কিন্তু গেইল অনুশীলন করেননি। হোটেল বন্দী হয়ে থেকেছেন। নিজেকে উদ্যমী করে তুলতে চাচ্ছেন। সেটিও আবার হোটেলে থেকেই। ঢাকাকে হারানোর পরিকল্পনা করছে চিটাগাং। সেটি গেইলের ধামাকা দিয়েই। ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমির ইঙ্গিত সেদিকেই। গেইলকে নিয়ে অমি জানান, ‘আমাদের দলে শোয়েব মালিক, নবী ভাই, স্মিথ আছে। অনেক বড় কিছু নাম আছে। এই ধরনের (ক্রিস গেইল) খেলোয়াড় দলে আসা মানে বাকি ক্রিকেটারদের বাড়তি একটা আত্মবিশ্বাস দেয়। ও যদি রান নাও করে বাকি খেলোয়াড়রা একটু রিল্যাক্সড থাকে। ড্রেসিং রুম শেয়ার করা ওর সাথে বা ওর সাথে খেলা বা ও যখন ব্যাটিংয়ে নামে এটা অন্য খেলোয়াড়কে বুস্ট আপ করে। ওর মতো খেলোয়াড় খেলা মানে বাড়তি একটা সুবিধা পাবেনই সবসময়।’ চিটাগাং নিজেদের প্রথম ম্যাচ জেতার পর টানা চার ম্যাচ হেরে বিপদে পড়ে যায়। এরপর ঘুরে দাঁড়ায়। টানা ৫ ম্যাচ জিতে যায়। এরমধ্যে গেইল দুটি ম্যাচে খেলেন। দুটি ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করেন। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে ২৬ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪০ রান করেন। এবার বিপিএলে নিজের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে ১১ বল খেলে ৩ চার ও ১ ছক্কায় ১৯ রান করেন। গেইলের কাছে এতটুকু পেয়েই ক্রিকেটপ্রেমীরা খুশি হতে পারছেন না। এটাই স্বাভাবিক। তার কাছ থেকে যে আরও বেশি পাওয়ার আশা আছে। বেশি পাওয়া বলতে ধুমধাড়াক্কা খেলে একটা বড় ইনিংস। যে ইনিংসগুলো খেলে এরআগে কাঁপিয়ে দিয়েছিলেন গেইল। বিপিএলের এটি চতুর্থ আসর। গত তিন আসরেই খেলেছেন গেইল। প্রতিটি আসরেই শতক, নয়ত শতকের কাছাকাছি ধুন্ধুমার একটি ইনিংস ছিলই। গত তিন আসরের মধ্যে প্রথম দুই আসরেই আবার শতক আছে। প্রথম আসরে দুটি শতক করার পর দ্বিতীয় আসরে ১ ম্যাচ খেলে একটিতেই শতক করেছেন গেইল। তৃতীয় আসরে ১টি ৯২ রানের ইনিংস আছে। টি২০ ক্রিকেটের বাজারে গেইলের চেয়ে চাহিদাসম্পন্ন ব্যাটসম্যান এখন আর ক্রিকেট বিশ্বে নেই। গেইল কোন টুর্নামেন্টে থাকা মানে সেই টুর্নামেন্টের আমেজ বহুগুণ বেড়ে যাওয়া। বিপিএলেও তাই হয়েছে। গেইল আসার আগ পর্যন্ত যে আমেজ মিলেনি, গেইল আসতেই যেন উত্তেজনা অনেক বেড়ে গেছে। বিশেষ করে গেইলের ম্যাচ থাকলেই তার ব্যাটিং দেখতে স্টেডিয়ামে দর্শক ভরে যায়। অথচ সাপ্তাহিক ছুটির দিনগুলো ছাড়া অন্য ম্যাচ চলাকালে দর্শকশূন্যতা এখনও চোখে পড়ার মতোই। আজ সাপ্তাহিক ছুটি। আবার খেলা রয়েছে গেইলের। দুইয়ে-দুইয়ে যেন চার মিলে গেল। তাহলেতো আজ স্টেডিয়ামে উপচেপড়া ভিড় থাকবে। সাপ্তাহিক ছুটিরদিন এমনিতেই দর্শক থাকে। আবার গেইলের খেলা দেখা যাবে। ম্যাচটি আবার এবার টুর্নামেন্টের সেরা শক্তিধর দুই দলের মধ্যে হবে। গেইলের ওপর তাই দৃষ্টি থাকবে সবার। সবার প্রত্যাশা গেইল বড় একটি ইনিংস খেলুক। ধামাকা দেখাক। পারবেন গেইল ব্যাটিং ধামাকা দেখাতে?
×