ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা-চিটাগাং ও খুলনা- কুমিল্লা ম্যাচ আজ

প্রকাশিত: ০৫:৫৪, ২ ডিসেম্বর ২০১৬

ঢাকা-চিটাগাং ও খুলনা- কুমিল্লা ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ দুই সেরা দলের লড়াই আজ। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) দুই শক্তিধর দল ঢাকা ডায়নামাইটস ও চিটাগাং ভাইকিংস মুখোমুখি। ম্যাচটি সন্ধ্যা সোয়া ছয়টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একইদিন দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইটান্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটি দুপুর দেড়টায় শুরু হবে। ম্যাচটিতে কুমিল্লা হারলেই বিদায় নেবে। বৃহস্পতিবার রাজশাহী কিংস ও বরিশাল বুলসের ম্যাচের আগে সব দলই ১০টি করে ম্যাচ খেলে। ঢাকা এককভাবে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকে। রানরেট ঢাকার এতই ভাল যে সেরা চারে খেলা নিশ্চিত করে ফেলেছে। এখন দলটি শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে নামবে। ঢাকার পরের অবস্থানেই আছে চিটাগাং ভাইকিংস। দলটির পয়েন্ট ১২। চিটাগাংয়েরও রানরেট অনেক ভাল। তাই আজ ঢাকার বিপক্ষে জিততে পারলেই শেষ চারে খেলা নিশ্চিত করে ফেলবে চিটাগাং। সমান ১২ পয়েন্ট নিয়েও পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে খুলনা। দলটির রানরেট তরতাজা নয়। আর তাই আজ জিতলেও সেরা চারে খেলা নিশ্চিত করে ফেলতে পারবে না খুলনা। অপেক্ষায় থাকতে হবে কখন রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স আরেকটি ম্যাচের জন্য। আজ খুলনা জিতলে রাজশাহী ও রংপুর একটি করে ম্যাচ হারলেই খুলনার সেরা চারে খেলা নিশ্চিত হয়ে যাবে। খুলনা লড়াই করবে কুমিল্লার বিপক্ষে। যে দলটির পয়েন্ট এখন ৬। শেষবেলায় এসে জ্বলেও উঠেছে। এমনকি সেরা চারে খেলার সম্ভাবনা থেকেও এখনও ছিটকে যায়নি। টানা ২ ম্যাচ জিতলে ১০ পয়েন্ট হবে। এ মুহূর্তে রাজশাহী ও রংপুরের ১০ পয়েন্ট রয়েছে। বরিশাল বুলসের আছে ৬ পয়েন্ট। আর তাই কুমিল্লার সেরা চারে খেলার সম্ভাবনাও টিকে আছে। যদি আজ কুমিল্লা হারে তাহলে বিদায় নিশ্চিত হবে। কিন্তু জিতলে খুলনাকে বিপাকে ফেলার সঙ্গে সেরা চারে খেলার আরও কাছে যাবে কুমিল্লা। কিন্তু যদি বৃহস্পতিবার একমাত্র ম্যাচটিতে রাজশাহী জিতে যায়, যে ফল এরই মধ্যে হয়েও গেছে; তাহলে কুমিল্লার বিদায় ঘটে যাবে। বরিশালেরও বিদায় ঘণ্টা বেজে যাবে। কুমিল্লা তাই বিপাকে পড়ে আছে। তবে কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সেদিকে নজর নেই। তার নজর, যেন দল জয়ের ধারায় থাকে। বাকি যা হবে দেখা যাবে। পয়েন্ট তালিকায় উন্নতি চান শুধু মাশরাফি। আগেই এ নিয়ে বলেছেন, ‘আমরা ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ জিতেছি। এজন্য খুব ভাল লাগছে। চেষ্টা করব শেষ দুইটা ম্যাচ জেতার।’ দুইটা ম্যাচের মধ্যে যে কোন একটা হারলেই বিদায় ঘটবে কুমিল্লার। তবে আজ খুলনা-কুমিল্লা ম্যাচের চেয়েও বেশি ঢাকা-চিটাগাং ম্যাচের দিকে সবার নজর থাকবে। এ ম্যাচটিতে যে তারকা ক্রিকেটারে ভরপুর। ঢাকা দলে অধিনায়ক হিসেবে আছেন সাকিব আল হাসান। সঙ্গে আছেন কুমার সাঙ্গাকারা, প্রতি ম্যাচে খেলার সুযোগ না পাওয়া মাহেলা জয়াবর্ধনে, ডোয়াইন ব্রাভো, রবি বোপারা, নাসির হোসেন, আন্দ্রে রাসেল, মেহেদী মারুফের মতো ক্রিকেটাররা। গত ম্যাচে যোগ দিয়েই ঝলক দেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস। চিটাগাং দলের নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। আছেন টি২০র সেরা তারকা ক্রিস গেইল। সঙ্গে শোয়েব মালিক, মোহাম্মদ নবী, জীবন মেন্ডিস, ইমরান খান জুনিয়র, জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ রয়েছেন। দুই দলের মধ্যকার জমজমাট একটি লড়াই দেখার অপেক্ষাতেই আছেন সবাই। চিটাগাংয়ের উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমি অবশ্য জয়ের ছন্দ ধরে রাখতে চান। প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না। জানিয়েছেন, ‘আমরা খুব ভাল ছন্দে আছি। শেষ পাঁচটা ম্যাচই টানা জিতেছি। টিমের কম্বিনেশনও খুবই ভাল। বোলিং বিভাগ ভাল করছে, আমাদের ফিল্ডিংও ভাল হচ্ছে এবং আমাদের ব্যাটিং লাইন তো বরাবরই ভাল ছিল। সব মিলিয়ে একটা কম্বাইন্ড দল হয়েছে। আশা করব যে শেষ কয়েক ম্যাচে যেভাবে খেলছি সেই পরিকল্পনা মতো পরবর্তী ম্যাচও যেন খেলতে পারি।’ সঙ্গে যোগ করেন, ‘ঢাকা খুব ভাল করছে। বলা যায় ঢাকা টুর্নামেন্টের খুব ফেবারিট একটা দল। এরআগে ঢাকার বিপক্ষে আমরা যে ম্যাচটা খেলেছি তখন আমাদের দলটা খুব একটা ভাল অবস্থায় ছিল না। কিন্তু এখন আমরা যে মোমেন্টাম পার করছি, শেষ পাঁচটা ম্যাচ জিতেছি। আশা করব পরবর্তী ম্যাচে ঢাকার সাথে আমরা খুব ভালভাবেই রিকভারি করব ইনশাআল্লাহ।’
×