ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গোলবন্যায় শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ০৫:৫৩, ২ ডিসেম্বর ২০১৬

গোলবন্যায় শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে আরও একটি দুর্দান্ত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে ব্যর্থতার বৃত্তেই আটকা আছে বার্সিলোনা। বুধবার রাতে স্প্যানিশ কোপা ডেল রে ফুটবলে গোলবন্যার জয় পেয়েছে গ্যালাক্টিকোরা। আর তৃতীয় বিভাগের দলের সঙ্গে কোনরকমে হার এড়িয়ে ড্র করেছে কাতালানরা। সান্টিয়াগো বার্নাব্যুতে কোপা ডেল রে ফুটবলের শেষ ৩২ এর দ্বিতীয় লেগের ম্যাচে কালচারাল লিওনেসাকে ৬-১ গোলে উড়িয়ে দেয় স্বাগতিক রিয়াল। এর আগে প্রথম লেগের ম্যাচে রিয়াল জয় পেয়েছিল ৭-১ গোলে। ‘বিবিসি’ খ্যাত তিন তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেঞ্জামা ও গ্যারেথ বেলকে ছাড়াই দুই লেগ মিলিয়ে রিয়ালের জয় ১৩-২ গোলে। এই জয়ে আসরের প্রি-কোয়ার্টার ফাইনাল অর্থাৎ শেষ ষোলো নিশ্চিত করেছে ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা। অন্যদিকে শেষ ৩২ এর প্রথম লেগের ম্যাচে মাঠে নামে বার্সিলোনা। রিয়ালের মতো তারাও দলের সেরা তারকাদের অর্থাৎ লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজদের ছাড়াই খেলতে নামে। কিন্তু রিয়াল পারলেও বার্সা পারেনি। পিছিয়ে পড়ে পুঁচকে প্রতিপক্ষ হারকিউলিসের সঙ্গে ১-১ গোলে ড্র করে বার্সিলোনা। তবে রিয়ালের মতো গোলবন্যা করেছে অ্যাটলেটিকো মাদ্রিদও। দিয়াগো সিমিওনের দল ৬-০ গোলে হারিয়েছে গুইজুয়েলোকে। এই জয়ে শেষ ষোলোতে এক পা দিয়ে রাখলো অ্যাটলেটিকো। তবে বার্সাকে অপেক্ষা করতে হচ্ছে দ্বিতীয় লেগের ম্যাচের জন্য। কালচারালের বিরুদ্ধে তারকা ফুটবলারদের ছাড়া খেলতে নামলেও আধিপত্য ছিল রিয়ালের। ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়েই মারিয়ানো ডিয়াজ করেছেন হ্যাটট্রিক। মূল দলে অভিষেকে গোল পেয়েছেন কোচ জিনেদিন জিদানের ছেলে এঞ্জো ফার্নান্ডেজ জিদান। প্রথম লেগে বড় ব্যবধানে জেতায় পরের রাউন্ডে ওঠা একরকম নিশ্চিতই ছিল রিয়ালের। শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার বিরুদ্ধে স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে তারকা খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে দ্বিতীয় সারির দল নামান জিদান। কোনরকম অঘটনের শঙ্কা শুরুতেই উড়িয়ে দেয় রিয়াল। প্রথম মিনিটেই দলকে এগিয়ে দেন ডিয়াজ। ২৩ মিনিটে দানি কারভাহালের ক্রসে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন প্রথম একাদশে ফেরা জেমস রড্রিগুয়েজ। ৪২ মিনিটে ডানদিক থেকে সতীর্থের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন দিয়াজ। ৪৫ মিনিটে কালচারালের হয়ে একমাত্র সান্ত¡নাসূচক গোলটি করেন গঞ্জালেস লুইস। বিরতির পর শুরুতে ইস্কোর বদলি নামা জিদানের বড় ছেলে এঞ্জো ৬৩ মিনিটে ব্যবধান ৪-১ করেন। আর ৮৭ মিনিটে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূরণের আনন্দে ভাসেন স্প্যানিশ ফরোয়ার্ড দিয়াজ। ৯০ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার মর্গাডো নিজেদের জালেই বল জড়ান। সবধরনের প্রতযোগিতা মিলিয়ে টানা ৩২ ম্যাচে অপরাজিত থাকল রিয়াল। ম্যাচে রিয়ালের হয়ে অভিষেক হওয়ার ১৮ মিনিট বাদে নিজের প্রথম শটেই গোল করেন জিদানের ছেলে। রিয়াল ‘বি’ দলের হয়ে নিয়মিত পারফর্ম করে যাওয়া নিজের পুত্রকে এই ম্যাচে সুযোগ করে দেন জিদান। তার আস্থার প্রতিদান দিয়েছেন ২১ বছর বয়সী মিডফিল্ডার। ফ্রান্স অনুর্ধ-১৯ দলে খেলা এঞ্জোর স্বপ্ন এখন রিয়ালের মূল একাদশে নিয়মিত হওয়া। তৃতীয় বিভাগের দল হারকিউলিসকেও হারাতে পারেনি বার্সা। স্প্যানিশ ফুটবল ফেডারেশন আয়োজিত টুর্নামেন্টে এ নিয়ে টানা তৃতীয় ম্যাচ ড্র করল কাতালানরা। গত ১৯ নবেম্বর লা লিগায় মালাগার সঙ্গে গোলশূন্য ড্র করার পর রিয়াল সোসিয়েডাডের কাছেও কোনরকমে হার এড়ায় লা লিগার চ্যাম্পিয়নরা। সর্বশেষ যুক্ত হলো হারকিউলিস লজ্জা। তারকাদের বিশ্রামের কারণে ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনহার নেতৃত্বে খেলতে নেমে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ সৃষ্টি করে বার্সা। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি পাকো আলকাসের। ভ্যালেন্সিয়া থেকে ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আসা স্প্যানিশ স্ট্রাইকার কিছুতেই গোলের দেখা পাচ্ছেন না। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। বিরতির পর ম্যাচের ৫২ মিনিটে বার্সাকে কাঁপিয়ে দেন ডেভিড মেইঞ্জ। প্রতিপক্ষের বক্সের খুব কাছ থেকে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ ফরোয়ার্ড। তাতেই এগিয়ে যায় হারকিউলিস। ছয় মিনিট বাদেই অবশ্য গোলটা শোধ দেন কার্লেস এ্যালেনা। নিজের অভিষেক ম্যাচেই বার্সার ত্রাতা হলেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
×