ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিখা অনির্বাণে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ০৫:৫০, ২ ডিসেম্বর ২০১৬

শিখা অনির্বাণে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সফররত ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী শ্রী মনোহর গোপালকৃষ্ণ প্রভু পারিকার বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শিখা অনির্বাণে পৌঁছলে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত তাকে অভ্যর্থনা জানান। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লে. জে. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। পরে প্রতিরক্ষামন্ত্রী সফরসঙ্গীগণসহ চট্টগ্রামের ভাটিয়ারীতে মিলিটারি একাডেমি পরিদর্শন করেন। -আইএসআির প্রকাশিত খবরের প্রতিবাদ ৩০ নবেম্বর ‘দৈনিক জনকণ্ঠ-এর’ শেষের পাতায় ‘রাষ্ট্রায়ত্ত পাঁচ টেলিকম কোম্পানির ৪টিতেই ভারপ্রাপ্ত এমডি’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দৃষ্টি আকৃষ্টি হয়েছে। বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোঃ এনায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বৃহস্পতিবার বলা হয়েছে, প্রকাশিত সংবাদে প্রতিবেদক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের উদ্ধৃতি দিয়ে যে বক্তব্য প্রকাশ করেছেন তা অনেকাংশেই সঠিক নয়। বিক্রমপুর ফাউন্ডেশনের দ্বিবার্ষিক সাধারণ সভা কাল আগামীকাল ৩ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় ধানমন্ডির ৭৫১, সাত মসজিদ রোডের তাজলিলি গ্রীনে বিক্রমপুর ফাউন্ডেশন’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ও আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এমএম এনামুল হক। ফাউন্ডেশনের জীবন সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। -বিজ্ঞপ্তি প্রাণান্ত চেষ্টা কানাডার ম্যানিটোবার ওয়াপুস্ক ন্যাশনাল পার্ক। ছবিতে দেখা যাচ্ছে একটি ভালুক শাবক তার মায়ের পেছন বেয়ে পিঠে উঠতে চাইছে। কিন্তু বারবার পিছলে পড়ে যাচ্ছে। সুইস ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ডেইজি গিলারদিনির তোলা এই ছবিটি এবার বিশ্ব পিপলস চয়েজ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পেয়েছে। -বিবিসি ফিরতে শুরু করেছে সিরিয়ার আলেপ্পো শহরটি বুধবার সরকারী বাহিনীর নিয়ন্ত্রণে আসে। এই খবর প্রকাশের পর আলেপ্পোয় ফিরতে শুরু করেছে আইএসের ভয়ে পালিয়ে যাওয়া লোকজন। বলা হয়েছে, আলেপ্পো থেকে অন্তত ৫০ হাজার লোক অন্যত্র চলে গিয়েছিল। -এএফপি
×