ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আহসান খান চৌধুরী প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও নিযুক্ত

প্রকাশিত: ০৫:৫০, ২ ডিসেম্বর ২০১৬

আহসান খান চৌধুরী প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও নিযুক্ত

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিযুক্ত হয়েছেন আহসান খান চৌধুরী। সম্প্রতি গ্রুপের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে তিনি গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী (অব.)’র ছেলে আহসান খান চৌধুরী ১৯৯২ সালে যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা শেষ করে প্রাণ-আরএফএল গ্রুপে যোগদান করেন। ৪৬ বছর বয়সী আহসান খান দুই সন্তানের জনক। উল্লেখ্য, ১৯৮১ সালে প্রাণ-আরএফএল গ্রুপ যাত্রা শুরু করে। তখন থেকেই গ্রুপের সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী (অব.)। ২০১৫-এর ৮ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। অপর দিকে গ্রুপের সাবেক চেয়ারম্যান লে.কর্নেল মাহতাবউদ্দিন আহমেদ (অব.) ২০১৬-এর ১৪ জুলাই মৃত্যুবরণ করেন।-বিজ্ঞপ্তি ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধের ইতিহাস’ আলোকচিত্র প্রদর্শনী বাঙালী জাতির সুদীর্ঘ সংগ্রামের ইতিহাসে গৌরবম-িত দিন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয়ের এই মাসে দেশের আপামর জনসাধারণকে বিজয় উদ্যাপন কর্মসূচীতে সম্পৃক্ত করার উদ্দেশ্যে সামরিক যাদুঘরে ‘বঙ্গবন্ধু ও মহান স্বাধীনতাযুদ্ধের ইতিহাস সংবলিত আলোকচিত্র প্রদর্শনী’ এই শিরোনামে মুক্তিযুদ্ধভিত্তিক স্থির ও ভিডিও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন। এছাড়া তিন বাহিনী প্রধানগণ, সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীসহ আনুমানিক ৮০০ দর্শক উপস্থিত ছিলেন। চিত্র প্রদর্শনী আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ প্রদর্শনীতে ১৯৫২ থেকে ১৯৭১ সালের স্বাধীনতা অর্জন পর্যন্ত উল্লেখযোগ্য ইতিহাস সংবলিত ১২০টি স্থির ও ভিডিও চিত্র প্রদর্শিত হবে, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। -আইএসপিআর
×