ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জেলা পরিষদ নির্বাচন

প্রার্থীদের ঋণ খেলাপী তথ্য জানাতে নির্দেশ

প্রকাশিত: ০৫:৪৪, ২ ডিসেম্বর ২০১৬

প্রার্থীদের ঋণ খেলাপী তথ্য জানাতে নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কোন ঋণ খেলাপী প্রার্থী হতে পারবেন না। তাই মনোনয়ন দাখিলকারী প্রার্থীদের ঋণ খেলাপী সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও রিটার্নিং অফিসারকে জানাতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্বাচন কমিশন ঘেষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ছিল মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। আগামী ৩ ও ৪ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর। দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, জেলা পরিষদ নির্বাচনে ঋণ খেলাপী ব্যক্তিরা অযোগ্য বলে বিবেচিত। তাই সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃৃক নির্ভুলভাবে ঋণ খেলাপ সংক্রান্ত তথ্য সংকলন, সংরক্ষণ ও তা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট যথাসময়ে উপস্থাপনের নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন থেকে বাছাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সময়কাল (সরকারী/সাপ্তাহিক ছুটি এবং অফিস সময়ের পরে হলেও) সব তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন নিজ নিজ দফতরে উপস্থিত থাকেন এবং রিটার্নিং অফিসার কোন তথ্য কিংবা সহায়তা চাইলে তা যথাসময়ে প্রদান করেন এ মর্মেও নির্দেশনা দেয়া হয়েছে। না’গঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদে আনোয়ার হোসেনের মনোনয়ন দাখিল ॥ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, থেকে জানান নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আনোয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার স্ত্রী সুলতানা আনোয়ার। মনোনয়নপত্র জমা দেয়ার সময় সুলতানা আনোয়ারের সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দিপু, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু প্রমুখ। জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসার রাব্বি মিয়া। এছাড়াও পনেরটি সাধারণ সদস্যপদের জন্য ৪২ জন ও ৫ টি সংরক্ষিত নারী সদস্য পদের জন্য ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
×