ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৩৮, ২ ডিসেম্বর ২০১৬

ঝলক

মাধ্যম যখন ‘থুতু’ তথ্য আদান-প্রদানের মাধ্যমই যোগাযোগ। আদিমকাল থেকে মানুষ বিভিন্ন উপায়ে একে অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করে আসছে। প্রাণিকুলের মধ্যেও যোগাযোগের নানা উপায় আছে। তবে ক্ষুদ্র প্রাণী পিঁপড়ের যোগাযোগ মাধ্যম সত্যিই ব্যতিক্রমী। সদ্য প্রকাশিত সুইস বিজ্ঞানীদের এক গবেষণায় বলা হয়েছে, পিঁপড়েরা সাধারণত ‘থুতুর’ সাহায্যে একে অন্যের সঙ্গে যোগাযোগ সম্পন্ন করে থাকে। সুইজারল্যান্ডের লাসান বিশ্ববিদ্যালয়ের ইন্টিগ্রেটিভ জেনোমিক্স সেন্টারের অধ্যাপকসহ অন্যরা এই গবেষণা সম্পন্ন করেন। গবেষাণাটি সম্প্রতি জার্নাল ই-লাইফ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, ফ্লোরিডার এক ধরনের কাঠমিস্ত্রি পিঁপড়ে মুখের থুতুর সাহায্যে একে অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। বিজ্ঞানীরা বলছেন, আমরা এতদিন জানতাম ট্রোফালক্সিস প্রক্রিয়ায় পিঁপড়েরা একে অন্যের মুখ থেকে খাবার গ্রহণ করে। কিন্তু নতুন গবেষণায় উঠে এসেছে, খাবার আদান-প্রদানের ঠিক আগমুহূর্তে পিঁপড়েরা মুখ থেকে এক ধরনের তরল (থুতু) পদার্থ বের করে। অর্থাৎ এই থুতুর সাহায্যে এক পিঁপড়ে অপরটির সঙ্গে প্রথমে যোগাযোগ ঘটায়। এক পিঁপড়ে অপর পিঁপড়েকে সাধারণত খাদ্য হিসেবে আমিষ ও অন্যান্য উপাদান দিতে পারে। গবেষণা দলের প্রধান রিচার্ড বেন্টন বলেছেন, ট্রোফালক্সিস প্রক্রিয়ায় পিঁপড়েরা সাধারণত খাদ্য আদান-প্রদান করে থাকে। কিন্তু এই ট্রোফালক্সিস প্রক্রিয়ায় আগে পিঁপড়েরা আরও একটি মাধ্যম ব্যবহার করে তা হচ্ছে মুখের থুতু। তিনি বলেন, শুধু তাই নয়, দীর্ঘদিন সঙ্গী হারানো পিঁপড়েরা এই প্রক্রিয়ায় আবার একত্রিত হয়। তিনি আরও বলেন, গবেষণায় দেখা গেছে পিঁপড়ের থুতুতে উল্লেখযোগ্য পরিমাণ আমিষ ও অন্যান্য খাদ্য উপাদান থাকে। এসব উপাদান পিঁপড়ের শরীর বৃদ্ধিতেও সহায়তা করে। এই থুতু গ্রহণে পিঁপড়েগুলো ধরী ধীরে বয়প্রাপ্ত হয়ে ওঠে। -ডিশকভারি নিউজ অবলম্বনে বোতলের ক্রিসমাস ট্রি বড়দিন পালনে খ্রিস্ট ধর্মের লোকদের মধ্যে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। তবে এক স্কটিশ দম্পতি শুধু মদের বোতল দিয়ে ক্রিসমাস ট্রি তৈরি করে আলোচনায় এসেছেন। এই দম্পতি ৯৮টি পুরনো বোতল ও অন্তত দুইশটি ছোট বাতি ব্যবহার করে এই ক্রিসমাস ট্রি তৈরি করেছেন। সেরিল সুলিভান ও মার্ক ওয়াটসন দম্পতির দাবি- তারা এভাবে সত্যিকার অর্থে ক্রিসমাসের চেতনা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তারা বলেন, আমরা বড়দিন পালনে একটি সাধারণ ক্রিসমাস ট্রি কিনতে অন্তত ৬০ পাউন্ড খরচ করি। কিন্তু গত ফেব্রুয়ারি থেকে আমরা এই বোতলগুলো সংগ্রহ শুরু করি। বলা চলে এতে আমাদের তেমন খরচ হয়নি। আর আমরা নিজেরাই এটি তৈরি করেছি। সেরিল সুলিভান বলেন, আমার অনেক বন্ধু প্রথমে বিশ্বাস করতে চায়নি যে আমরা এই ফেলে দেয়া বোতল দিয়ে ঠিক কি করব? তবে অনেকেই এখন এটি দেখে চমকে যাচ্ছে। -ডেইলি রেকর্ডস অবলম্বনে
×