ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্সি ভার্সিটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত: ০৪:১৬, ২ ডিসেম্বর ২০১৬

প্রেসিডেন্সি ভার্সিটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অডিটরিয়ামে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। অনুষ্ঠানটি সকালে উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি। অতিথি ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগে. জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব)। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সদস্য প্রফেসর মাহবুব আহমেদ এবং মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেল। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মতিউর রহমান, উপদেষ্টা প্রফেসর ড. এএনএম মেশকাত উদ্দিন, সকল ডিপার্টমেন্ট প্রধান, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম আমানউল্লাহ। -বিজ্ঞপ্তি বেরোবিতে ভর্তির সাক্ষাতকারের তারিখ পরিবর্তন নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১ ডিসেম্বর ॥ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ¯œাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তির সাক্ষাতকারের তারিখ পরিবর্তন করা হয়েছে। ৪ ও ৫ ডিসেম্বর সাক্ষাতকার অনুষ্ঠানের পরিবর্তে আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি ২০১৭ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভর্তির যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (িি.িনৎঁৎ.ধপ.নফ) পাওয়া যাবে। কেবল টিভি ডিজিটাল কন্ট্রোল রুম উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১ ডিসেম্বর ॥ প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে শেরপুর-জামালপুরের কেবল টিভি ডিজিটাল কন্ট্রোল রুমের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিনাইগাতী উপজেলার গজনি অবকাশ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে ওই কন্ট্রোল রুমের উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। শেরপুর জেলা ফিড মালিক সমিতির সভাপতি, শেরপুর পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি কাজী বর্ণ উত্তম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তধারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এনামুল হাফিজ ছোটন ও ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। শীতার্তদের কম্বল বিতরণ নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১ ডিসেম্বর ॥ হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভূঁইয়া এমপি। বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার বিটেস্বর, ইলিয়টগঞ্জ ও গৌরীপুর ইউনিয়নের সাড়ে চার শ’ শীতার্ত ও হতদরিদ্রের মাঝে ত্রাণ মন্ত্রণালয় থেকে এ কম্বল বিতরণ করা হয়। গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান।
×