ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বড়পুকুরিয়া তাপ বিদ্যুত কেন্দ্রে শ্রমিক ধর্মঘট

প্রকাশিত: ০৪:১৫, ২ ডিসেম্বর ২০১৬

বড়পুকুরিয়া তাপ বিদ্যুত কেন্দ্রে শ্রমিক ধর্মঘট

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১ ডিসেম্বর ॥ বড়পুকুরিয়া তাপ বিদ্যুত কেন্দ্রের নির্মণাধীন তৃতীয় ইউনিটে নিয়োজিত বাংলাদেশী ১ হাজার ২শ’ শ্রমিক বেতন ভাতা বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধসহ ৬ দফা দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে। এতে তাপ বিদ্যুত কেন্দ্রের নির্মাণ কাজ স্থবির হয়ে পড়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা কাজে যোগ দেবেন না বলে ঘোষণা দিয়েছেন তারা। তাপবিদ্যুত কেন্দ্রের ফটকের সামনে রেললাইনের ধারে সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা আইয়ুব আলী, রবিউল ইসলাম, গোলাম মোস্তফা প্রমুখ। তারা জানান, তাপবিদ্যুক কেন্দ্রে স্থানীয় জনবল সরবরাহকারী জহিরউদ্দীন, লিটন মিয়া, বাবু মিয়া, রোকনুজ্জামান, জয়নাল আবেদীন ও আরাফাত হোসেন এই ৬ শ্রমিক সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীন ১ হাজার ২শ’ শ্রমিক নিয়োজিত রয়েছে। তারা ৩০০ টাকা হাজিরা চুক্তিতে কাজ করতে বাধ্য করছে শ্রমিকদের। অথচ তারা মূল তাপবিদ্যুত কেন্দ্রের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান এনইপিসি (নর্থ ইস্ট পাওয়ার কোম্পানি) কোম্পানির কাছ থেকে শ্রমিক প্রতি সর্বনিম্ন ৬০০ টাকা করে আদায় করছে শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। এলাকার বেকার শ্রমিকদের ঠিকাদারদের ১০ থেকে ৫০ হাজার টাকা উৎকোচ দিয়ে কর্মক্ষেত্রে আসতে হয়েছে তাদের। শ্রমিকদের অভিযোগ কোন শ্রমিক ম্যানপাওয়া ঠিকাদারদের এই অনৈতিক কাজের প্রতিবাদ করলে, চায়না ঠিকাদারদের সঙ্গে আঁতাত করে তাদের চাকরিচ্যুত করা হচ্ছে। জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান, মেসার্স জহির ট্রেডার্সের ব্যবসায়াী সহযোগী লুৎফর রহমান বলেন, শ্রমিকদের চাকরি দেয়ার সময় তাদের সঙ্গে চুক্তি করে নিয়োগ দেয়া হয়েছে। সে অনুযায়ী শ্রমিকদের বেতনভাতা পরিশোধ করা হচ্ছে। মুন্সীগঞ্জে মনোনয়নপত্র জমা নিয়ে হামলা ॥ আহত ১০ স্টাফ রিপোর্টার, মুুন্সীগঞ্জ ॥ জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়াকে কেন্দ্র করে হামলায় ১০ জন আহত হয়েছে। ১১ নং ওয়ার্ডের সদস্যপ্রার্থী গোলাম রসুল সিরাজী (রোমান) ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে যুবলীগ কর্মী খসরু (৩৮), বাবু (২৫), আরিফ হোসেনসহ ১০ জন আহত ও ১৫/২০ মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের লিচুতলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। রোমান জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি। তিনি এবারের জেলা পরিষদ নির্বাচনে ১১ নং ওয়ার্ড সদস্য পদে নির্বাচন করার লক্ষ্যে মননোয়নপত্র জমা দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। তবে কারা কি কারণে এই হামলা চালিয়েছে তা তিনি জানাতে পারেনি।
×