ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউপি চেয়ারম্যানের শর্টগানের গুলিতে সদস্য আহত

প্রকাশিত: ০৪:১৫, ২ ডিসেম্বর ২০১৬

ইউপি চেয়ারম্যানের শর্টগানের গুলিতে সদস্য আহত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঝিকরগাছায় ছেলের পরে এবার ইউপি চেয়ারম্যানের শটগানের গুলিতে আহত হয়েছেন এক ইউপি সদস্য। বৃহস্পতিবার দুপুরে ঝিকরগাছা উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন অফিসে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জহির হোসেন (৪২) ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়ন পরিষদের সদস্য। যে শটগানের গুলিতে তিনি আহত হয়েছেন সেটি নির্বাসখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের। গত ১০ জুন এই শটগান দিয়েই ছেলে সোহাগ হোসেনের পায়ে গুলি করেছিলেন ইউপি চেয়ারম্যান নজরুল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ঝিকরগাছার নির্বাসখোলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তার দেহরক্ষী মাসুদকে নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে যান। দুপুর ১২টার দিকে ওই অফিসে অবস্থানকালে শটগান নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে গুলি করে বসেন চেয়ারম্যানের দেহরক্ষী মাসুদ। গুলিবিদ্ধ হয় পাশেই অবস্থান করা মাগুরা ইউনিয়ন পরিষদের সদস্য জহির হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চট্টগ্রামে ৩ দিনব্যাপী পর্যটন মেলা শুরু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে শুরু হয়েছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। দেশের শীর্ষস্থানীয় ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর আয়োজিত এ মেলার টাইটেল স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইনস। নগরীর ‘পেনিনসুলা চিটাগাং’ হোটেলে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হয়। উদ্বোধন করেন চিটাগাং চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। বক্তব্য রাখেন দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান খান কবির, দি পেনিনস্যুলা চিটাগাং হোটেলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তাহসিন আরশাদ।
×