ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শরণখোলায় টেকসই বাঁধ নির্মাণের দাবি

প্রকাশিত: ০৪:১৪, ২ ডিসেম্বর ২০১৬

শরণখোলায় টেকসই বাঁধ নির্মাণের দাবি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধ নদী শাসন না করে নির্মাণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শরণখোলা প্রেসক্লাবে ‘নদী শাসন বাস্তবায়ন আন্দোলন কমিটি’র ব্যানারে নদী শাসন করে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত আর্থিক সহায়তা প্রদানসহ দুই দফা দাবিতে সংবাদ সম্মেলন শেষে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপির কপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল ম-লের কাছে হস্তান্তর করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলন কমিটির আহ্বায়ক ও উপজেলা সদর রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন। লিখিত বক্তব্যে বলা হয়, বঙ্গোপসাগর উপকূলীয় শরণখোলার মানুষ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর ও আইলায় নিঃস্ব হয়ে পড়েছে। তাদের প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। সিডরে শরণখোলায় সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটে। ধ্বংস হয়ে যায় বেঁচে থাকার সমস্ত অবলম্বন। সেই ক্ষতি এখনও পুষিয়ে ওঠা সম্ভব হয়নি। সিডর পরবর্তী শরণখোলাবাসীর একমাত্র প্রাণের দাবি ছিল টেকসই বেড়িবাঁধ নির্মাণ। দীর্ঘদিন পর হলেও মানুষের সেই দাবির প্রতি সাড়া দিয়ে বাংলাদেশ সরকার এ বছর বিশ্ব ব্যাংকের সহায়তায় প্রায় ৬শ’ কোটি টাকা ব্যয়সাপেক্ষে উপকূলীয় এলাকার ৬৩ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করে। নির্মাণ কাজ বাস্তবায়ন করছে চায়নার ‘এইচসিডব্লিউই’ নামের ঠিকাদার প্রতিষ্ঠান। সিলেটে আসামির হামলায় জেলার আহত স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট কেন্দ্রীয় কারাগারের সাজাপ্রাপ্ত এক আসামির অচমকা হামলায় গুরুতর আহত হয়েছেন জেলার মাসুদ পারভেজ মঈন। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কারাগারের মূল ফটকের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর কারাগারে বন্দীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। কারাগার সূত্র জানায়, প্রতিদিনের মতো সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈন প্রধান ফটকের কাছে ডেক্সে বসে বন্দীদের হিসেব করছিলেন। এ সময় একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রমোদ চন্দ্র দাসও লাইনে বসা ছিল। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে ঐ কয়েদি কারাগারের প্রধান কারারক্ষী ও গোয়েন্দা প্রধান মাসুদ পারভেজ মঈনের মাথায় একটি লোহার পাইপ দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে অন্যান্য কারাক্ষীরা এগিয়ে এসে মাসুদ পারভেজ মঈনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শিক্ষা উপকরণ বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আর্ত মানবতার সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত ফকির মোহাম্মদ আলী মেমোরিয়াল ট্রাষ্ট্রের উদ্যোগে বৃহস্পতিবার সকালে জেলার গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাষ্ট্রের উপদেষ্টা আবু সাঈদ নান্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, শিক্ষানুরাগী কবির হোসেন খান, আওয়ামী লীগ নেতা হাফেজ নুরুল হক প্রমুখ। পতাকা উৎসব স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বিজয়ের মাসে কুড়িগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জাতীয় পতাকা উৎসব। বৃহস্পতিবার দুপুরে নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে অনুষ্ঠিত উৎসবে ২৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের সহ¯্রাধিক শিক্ষার্থী-শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অংশ নেয়। শিক্ষা ফাউন্ডেশন ও শিক্ষা পরিবারের আয়োজনে পতাকা উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সরকার প্রমুখ।
×