ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৮ মাস পর ইলিশা লক্ষ্মীপুর ফেরি চলাচল শুরু

প্রকাশিত: ০৪:১৩, ২ ডিসেম্বর ২০১৬

৮ মাস পর ইলিশা লক্ষ্মীপুর ফেরি চলাচল শুরু

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১ ডিসেম্বর ॥ মেঘনা নদীর ভাঙনে ভোলার ইলিশা ফেরিঘাট বিলীন হওয়ার পর দীর্ঘ প্রায় ৮ মাস পর ভোলার ইলিশা-লক্ষ্মীপুর রুটে বৃহস্পতিবার ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে নির্মিত ইলিশা ফেরিঘাটে ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক সেলিম উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ফেরি বাস্তবায়ন আন্দোলন কমিটির সদস্য সচিব অমিতাভ অপু। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, বিআইডব্লিউটিএ’র সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ প্রমুখ। মেঘনার তীব্র ভাঙনের মুখে এ বছরের ৮ এপ্রিল ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন ভোলা বরিশালসহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ১৬ জেলার মানুষ। রাবি সমাবর্তনে নিবন্ধনের সময় বৃদ্ধি রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তনে নিবন্ধনের সময়সীমা ১০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময় ১০ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। সমাবর্তনের নির্দিষ্ট তারিখ পরে জানানো হবে। এ সমাবর্তনে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর এবং এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রী অর্জনকারীগণ অংশগ্রহণ করতে পারবেন। রাবির জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান বলেন, দশম সমাবর্তনের জন্য ২০১১-১৪ সাল পর্যন্ত পাস করা ১৪ হাজার গ্র্যাজুয়েটের মধ্যে বুধবার পর্যন্ত সাড়ে চার হাজার গ্র্যাজুয়েট নিবন্ধন করেছে। সময় বাড়ানোর কারণে সমাবর্তনে গ্র্যাজুয়েটদের অংশগ্রহণ আরও বাড়বে। প্রতিপক্ষকে রাসায়নিক দিয়ে ঝলসে দিয়েছে দুর্বৃত্ত জমি নিয়ে বিরোধ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের রাসায়নিক পদার্থ নিক্ষেপে এক বৃদ্ধের শরীর ঝলসে দিয়েছে দুবৃত্তরা। বৃদ্ধকে রংপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। জানা গেছে, গত বুধবার রাত ৮টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চরধাউরারকুটি গ্রামের জাফর আলী (৫৫) তার ধান ক্ষেত দেখতে গেলে ৫/৬ জনের একটি দল তাকে আটকে মাথায়, গালে ও পিঠে ব্যাটারির এসিড জাতীয় রাসায়নিক পদার্থ ঢেলে পালিয়ে যায়।
×