ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে এক চিকিৎসকের হাতে দুই নবজাতকের মৃত্যু

নবজাতকের জীবনের মূল্য ৬০ হাজার টাকা

প্রকাশিত: ০৪:১২, ২ ডিসেম্বর ২০১৬

নবজাতকের জীবনের মূল্য ৬০ হাজার টাকা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ একই চিকিৎসকের ভুল চিকিৎসায় দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় এক নবজাতকের স্বজনরা আদালতে মামলা দায়ের করলেও অপরজনের স্বজনদের বুধবার রাতে ৬০ হাজার টাকায় ম্যানেজ করেছেন ক্লিনিক মালিকের ভাড়াটিয়া লোকজন। ঘটনাটি ঘটে গৌরনদী উপজেলার বাটাজোর বাজারের এ্যাপোলো ক্লিনিক ও একই উপজেলার বেজগাতি এলাকার প্রাইভেট সুইচ হাসপাতালে। বাটাজোর গ্রামের সুজন হাওলাদার অভিযোগ করেন, তার স্ত্রী বিলকিস আক্তারকে (২৩) গত ২৮ নবেম্বর সকালে এ্যাপোলে ক্লিনিকের চিকিৎসক ডাঃ রাজিয়া সুলতানার তত্ত্বাবধানে ভর্তি করা হয়। নানা সমস্যার কথা বলে তাদের ভয়ভীতি দেখিয়ে ক্লিনিক মালিক আমিনের যোগসাজশে ওই চিকিৎসক মোটা অংকের টাকা চুক্তির বিনিময়ে ওই দিন রাতে বিলকিসের সিজার অপারেশন করেন। তিনি আরও অভিযোগ করেন, সিজার অপারেশনের সময় চিকিৎসক রাজিয়া সুলতানার ভুল অপারেশনে নবজাতকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগায় রক্তক্ষরণের একপর্যায়ে জন্মের পরপরই শিশুটি মারা যায়। জানা গেছে, চিকিৎসক রাজিয়া সুলতানা ও এ্যাপোলো ক্লিনিকের মালিক আমিন নবজাতকের মৃত্যুর বিষয়টি গোপন রেখে তাকে শেবাচিম হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। একপর্যায়ে এ্যাম্বুলেন্সে শিশুটিকে শেবাচিমে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সিজার অপারেশনের সময় প্রচুর আঘাতপ্রাপ্ত হওয়ায় শিশুটি জন্মের পর পরই মারা গেছে। স্থানীয়রা জানান, ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রোগীর স্বজনরা বিক্ষুব্ধ হয়ে ওই দিন রাতেই এ্যাপোলো ক্লিনিকে হামলা চালিয়ে ভাংচুর করে চিকিৎসককে লাঞ্ছিত করে। একপর্যায়ে চিকিৎসক রাজিয়া সুলতানা ও ক্লিনিক মালিক আমিন পালিয়ে নিজেদের রক্ষা করেন। সূত্রমতে, বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য স্থানীয় কয়েকজন ইউপি সদস্যর নেতৃত্বে বুধবার মধ্যরাতে নবজাতকের স্বজনদের বৈঠক হয়। ওই বৈঠকে মৃত্যু নবজাতকের জীবনের মূল্য নির্ধারণ করা হয় ৬০ হাজার টাকা। ক্লিনিক মালিক আমিন ও চিকিৎসক রাজিয়া ওই টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দিয়েছেন। অপরদিকে গৌরনদীর বেজগাতি এলাকার প্রাইভেট সুইচ হাসপাতালে ওই চিকিৎসকের (রাজিয়া সুলতানা) ভুল চিকিৎসায় আরেক নবজাতকের মৃত্যুর ঘটনায় বুধবার বিকেলে বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে মৃত নবজাতকের পিতা মাসুম হাওলাদার। মামলায় চিকিৎসক রাজিয়া সুলতানা, সুইচ হাসপালের চেয়ারম্যান আজাদ আকন, তার দ্বিতীয় স্ত্রী ও হাসপাতালের টেকনোলজিস্ট রুপা বেগম, কর্মকর্তা মহিউদ্দিন আকনকে আসামি করা হয়েছে।
×