ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাদ্যবান্ধব কর্মসূচী

গোদাগাড়ীতে দেড় হাজার কার্ড বাতিল

প্রকাশিত: ০৪:১২, ২ ডিসেম্বর ২০১৬

গোদাগাড়ীতে দেড় হাজার কার্ড বাতিল

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সরকারের ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব চাল বিক্রি কর্মসূচীতে ব্যাপক অনিয়মের কারণে গোদাগাড়ী উপজেলায় দেড় হাজার কার্ড বাতিল করা হয়েছে। এ ছাড়া তিন ডিলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় উপজেলার ৯টি ইউনিয়নে ১৫ হাজার ৪১৯ জন হতদরিদ্রকে ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল বিতরণ করা হচ্ছে। কিন্তু হতদরিদ্রদের জায়গায় সচ্ছল ব্যক্তিদের এ কর্মসূচীর কার্ড প্রদানের অভিযোগ ওঠে। তদন্ত করে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়ায় উপজেলা প্রশাসন ৯টি ইউনিয়নে এক হাজার ৬১৯ কার্ড বাতিল করে হতদরিদ্রদের মাঝে নতুন করে কার্ড বরাদ্দ দিয়েছে। জানা গেছে, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সবচেয়ে বেশি কার্ড বাতিল করা হয়েছে উপজেলার গোগ্রাম ইউনিয়নে। এ ইউনিয়নের ৩০১ সচ্ছল ব্যক্তির কার্ড বাতিল করা হয়। এছাড়া পাকড়ি ইউনিয়নের ২৫০, মাটিকাটা ইউনিয়নে ২৮১, দেওপাড়া ইউনিয়নে ২৭২, চর আষাড়িয়াদহ ইউনিয়নে ২২১, বাসুদেবপুর ইউনিয়নে ১৯, মোহনপুর ইউনিয়নে ৩৮ ও গোদাগাড়ী সদর ইউনিয়নে ৩৪টি কার্ড বাতিল করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাওল কবির বলেন, চর আষাড়িয়াদহ ইউনিয়নের আবুল কাশেম ও মাইনুদ্দীন নামের ডিলারের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই দুইজন ডিলারের বিরুদ্ধে কার্ডে দুইবার স্বাক্ষর ও টিপসই নিয়ে একবার চাল দেয়ার অভিযোগ রয়েছে। এরছাড়া গোগ্রাম ইউনিয়নের মিজানুর রহমান নামে এক ডিলারকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাকে স্থায়ীভাবে বরখাস্তও করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ নেওয়াজ বলেন, হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজির চাল বিতরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে একজন মনিটরিং অফিসার নিয়োগ করা হয়েছে। পাশাপাশি তিনি নিজে এবং খাদ্য কর্মকর্তা বিষয়টি তদারকি করছেন।
×