ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আপাতত পদত্যাগ করতে হচ্ছে না জুমাকে

প্রকাশিত: ০৪:১১, ২ ডিসেম্বর ২০১৬

আপাতত পদত্যাগ করতে হচ্ছে না জুমাকে

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা সম্ভবত তার পদে টিকে যাচ্ছেন। তিনি দেশটির প্রেসিডেন্ট পদ থাকবেন কিনা এ নিয়ে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস জাতীয় নির্বাহী কমিটি তিনদিনের বৈঠক সোমবার কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। এএনসির শীর্ষ নেতৃত্ব এর আগে জুমার পদত্যাগের দাবি জানিয়েছিলেন। গার্ডিয়ান অনলাইন। এএনসিরি ওই বৈঠকে যদিও কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে কিন্তু জুমার ঘনিষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, তিনি সদ্য প্রয়াত কিউবান নেতা ফিদেল ক্যাস্ট্রোর শেষকৃত্যে যোগ দিতে হাভানা যেতে পারবেন। জুমা সাত বছর ধরে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পদে রয়েছেন। অভিযোগ রয়েছে, তার প্রশাসনে এখন বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। জ্বালানি ফুরিয়ে গিয়েছিল ব্রাজিলের বিধ্বস্ত উড়োজাহাজের ব্রাজিলের একটি ফুটবল ক্লাবের খেলোয়াড়সহ ৭৭ জন আরোহী নিয়ে কলম্বিয়ার মেদেলিনে যাওয়ার পথে বিধ্বস্ত উড়োজাহাজটির জ্বালানি ফুরিয়ে গিয়েছিল, এটি বিদ্যুতবিহীন অবস্থায় জরুরী অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। উড়োজাহাজটির পাইলটের শেষ কথাবার্তার রেকর্ড থেকে এসব তথ্য জানা গেছে বলে বিবিসি জানিয়েছে। সোমবার রাতের ওই ঘটনায় ৭১ জন নিহত হন, ছয়জন কোন রকমে বেঁচে যান। এই ঘটনায় বিশ্বের ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। খবর বলিভিয়ার চার্টার এয়ারলাইনস লামিয়ায় এলএমআই ২৯৩৩ ফ্লাইটের আরোহীদের মধ্যে ৭২ জন ছিলেন যাত্রী, বাকিরা ক্রু। স্থানীয় সময় সোমবার রাত ১০টার দিকে মেদেলিন শহরের বাইরে কেরো গর্দো পার্বত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। ভাড়া করা ওই উড়োজাহাজে ব্রাজিলের শাপোকোয়েনসে ফুটবল দলের খেলোয়াড়রা সাউথ আমেরিকান ক্লাব কাপের ফাইনালে কলম্বিয়ার দল আতলেতিকো নেশিওনালের সঙ্গে খেলতে মেদেলিনে যাচ্ছিলেন। মাছের জন্য শোকসভা... আবহমান কাল থেকে মাছ মানবজাতির রসনাতৃপ্তির সবচেয়ে বড় উপাদান হয়ে উঠেছে। আর সেই মাছেরই শোকসভা হতে চলেছে জাপানের দক্ষিণাঞ্চলের কিতাকিয়ুশু স্পেস ওয়ার্ল্ড থিম পার্কে। স্কেটিংয়ের জন্য পার্কটিতে একটি আইস রিং রয়েছে। যেখানে মরে যাওয়া মাছ দিয়ে রিংটি থরে থরে সাজানো হয়েছে। মাছের পাশাপাশি কাঁকড়া, ঝিনুকও স্থান পেয়েছে শোকসভায়। -সিএনবিসি তিন চাকার বৈদ্যুতিক গাড়ি! ব্রিটেনে দীর্ঘ ১০৭ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে মরগান মোটর কোম্পানি। প্রথমবারের মতো তারা তিন চাকার বৈদ্যুতিক গাড়ি তৈরি করেছে। ইউকে ১৯০৯ নামের মডেলটি বাজারে প্রচলিত গাড়ি থেকে সম্পূর্ণ ভিন্ন। ছোট আকারের গাড়িটিতে ৭০ হর্সপাওয়ার ব্যবহার করে একবার পূর্ণ চার্জ দিলে সর্বোচ্চ ১৫০ মাইল যেতে পারবে। দাম নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৫ শ’ পাউন্ড। শিশুদের মডেলটির দাম ৭ হাজার ৩ শ’ পাউন্ড। -সিএনএন
×