ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতে বিস্ফোরক কারখানায় ২ জন নিহত

প্রকাশিত: ০৪:১০, ২ ডিসেম্বর ২০১৬

ভারতে বিস্ফোরক কারখানায় ২ জন নিহত

ভারতের দক্ষিণাঞ্চলের একটি বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে অন্তত ২ শ্রমিক প্রাণ হারিয়েছে। এতে আরও ১৩ জন নিখোঁজ রয়েছে। তারাও মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার জরুরী বিভাগের কর্মকর্তা জি সত্যনারায়ণ একথা জানান। সত্য নারায়ণ বলেন, সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যাওয়া ভবন থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কর্মীরা বুলডোজার ও ড্রিল মেশিনের সাহায্যে ভবনের ধ্বংসস্তূপের ভেতরে জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু থেকে টেলিফোনে বলেন, এই দুর্ঘটনায় ১৫ জন মারা গেছে বলে আমরা আশঙ্কা করছি। কারখানায় ১৮ শ্রমিক কাজ করছিল। তবে আমরা জানতে পেরেছি যে বিস্ফোরণের আগেই তিনজন কারখানা থেকে বেরিয়ে গিয়েছিল। বিস্ফোরণের সময় ভবনে ১৮ জন ছিল।’ তিনি জানান, কারখানাটিতে জেলিগনাইট স্টিক তৈরি করা হয়। খবর এএফপির ‘দশম রাম’ নামে পরিচিত হবেন নয়া থাই রাজা নতুন রাজা হিসেবে দায়িত্ব নিতে জার্মানি থেকে বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডে ফিরেছেন ক্রাউন প্রিন্স মহা ভাজিরালংকরন। দায়িত্ব গ্রহণের পর তিনি ‘রাজা দশম রাম’ নামে পরিচিত হবেন। থাই সেনাবাহিনীর দুই সিনিয়র কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি ও ওয়েবসাইটের। থাই পার্লামেন্ট ক্রাউন প্রিন্সকে পরবর্তী রাজার দায়িত্ব নিতে আমন্ত্রণ জানাবে, এমন ঘোষণার দুইদিন পর ভাজিরালংকরন দেশে ফেরেন। বৌদ্ধ মতবাদ অনুযায়ী তার বাবা প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুর ৫০ দিনের আনুষ্ঠানিকতা সারেন তিনি। এরপর সন্ধ্যায় থাই পার্লামেন্টের প্রধান পর্নপেচ উইচিতচলচাইয়ের সঙ্গে সাক্ষাত করে সিংহাসনে অধিষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করেন। রাজা ভূমিবলের মৃত্যুর পর ১৩ অক্টোবর থেকে থাই সিংহাসন ফাঁকা পড়ে আছে। বাবার মৃত্যুতে শোকার্ত প্রিন্স দায়িত্ব নিতে দেরি করায় এতদিন অনানুষ্ঠানিক দায়িত্ব পালন করে আসছিলেন রাজপরিবারের অভিভাবক পদে থাকা ৯৬ বছর বয়সী প্রেম। আনুষ্ঠানিক দায়িত্ব নিলে ভাজিরালংকরন হচ্ছেন ২৩৪ বছরের পুরনো চকরি সাম্রাজ্যের দশম রাজা। আনুষ্ঠানিকভাবে তিনি রাজা দশম রাম নামে পরিচিত হবেন। বিশ্বে অন্যতম দীর্ঘ সময় ধরে রাজত্ব পরিচালনাকারী প্রয়াত রাজা ভূমিবল থাইল্যান্ডের নাগরিকদের কাছে অত্যন্ত সম্মানিত এবং অভিভাবকতুল্য ছিলেন।
×