ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিজার্ভ থেকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিবে কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত: ০০:৫৪, ১ ডিসেম্বর ২০১৬

রিজার্ভ থেকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিবে কেন্দ্রীয় ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়ন তথা বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে দেশের পোশাক ও চামড়া শিল্প কারখানা সবুজে রূপান্তরের লক্ষ্যে ২০০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৬শ’ কোটি টাকা) ঋণ দেওয়া হবে। দীর্ঘমেয়াদে এই অর্থ ব্যাংকগুলোকে প্রদানের লক্ষ্যে ‘গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড ফর ইক্সপোর্ট-ওরিয়েন্টেড টেক্সটাইল অ্যান্ড টেক্সটাইল প্রডাক্টস্ অ্যান্ড লেদার ম্যানুফাচারিং ইন্ডাস্ট্রিজ নামে একটি তহবিল গঠন করা হয়েছে। এর আওতায় বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি খাতের ছয় ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। শিগ্গির আরও কিছু ব্যাংকের সঙ্গেও অনুরূপ চুক্তি স্বাক্ষরিত হবে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে ডেপুটি গভর্নর এস. কে. সুর চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাসসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×