ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

'বলিউডের অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে শর্ট ফিল্মও থাকা উচিত'

প্রকাশিত: ১৭:৪৮, ১ ডিসেম্বর ২০১৬

'বলিউডের অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে শর্ট ফিল্মও থাকা উচিত'

অনলাইন ডেস্ক॥ রাধিকা আপ্তে বরাবরই জরা হট্‌কে। ভয়ডরহীন, স্পষ্টবাদী। মনের কথা মুখে আনতে বেশি দেরি করেন না। নানা সামাজিক বিষয়েই সরব তিনি। এবার রাধিকা সওয়াল করলেন শর্ট ফিল্মের হয়ে। বলিউডের অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে শর্ট ফিল্মও থাকা উচিত বলে মত রাধিকার। চিরাচরিত বলি-হিরোইনদের ধাঁচে নন, কেরিয়ারে একের পর এক ঝুঁকি নিয়েছেন রাধিকা। থিয়েটারের আঙিনা ছাড়িয়ে বলিউডে পা রাখার পর সেখানেই টিকে থাকেননি। বরং বেশ ঝুঁকি নিয়েই পা রেখেছেন বাংলা, মরাঠি, তামিল, তেলুগু ফিল্মে। সফলও হয়েছেন। সুজয় ঘোষের শর্ট ফিল্ম ‘অহল্যা’য় তো তিনি খুব ভাল কাজ করেছেন। রাধিকা মনে করেন, স্বল্পদৈর্ঘ্যের ফিল্মের শিল্পীদের প্রাপ্য পরিচিতি মেলে না। তাছাড়া, বলিউড সব ধরনের শিল্পীদেরই তো পুরস্কার জোটে। কেবলমাত্র শর্ট ফিল্মের কলাকুশলীরাই নাকি কল্কে পান না। রাধিকার মতে, ফিল্মি অ্যাওয়ার্ডে শর্ট ফিল্মের মতো আরও একটা ক্যাটেগরি যোগ হলে এর জনপ্রিয়তা বাড়বে। আর দেশীয় দর্শকেরাও বিভিন্ন বিষয়ের ফিল্ম দেখতে পারবেন।
×