ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কপ্টার বিধ্বস্ত হয়ে তিন ভারতীয় সেনা কর্মকর্তা নিহত

প্রকাশিত: ০৯:০০, ১ ডিসেম্বর ২০১৬

কপ্টার বিধ্বস্ত হয়ে তিন ভারতীয় সেনা কর্মকর্তা নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহর থেকে ১০ কিলোমিটার দূরে সুকনা নামকস্থানে একটি ভারতীয় সেনা বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছে। নিহত তিনজনই সেনা কর্মকর্তা। এ ঘটনায় অপর এক জুনিয়র কমিশনড অফিসার আহত হয়েছে। খবর জিনিউজের। আহতের অবস্থা আশঙ্কাজনক। বুধবার স্থানীয় সময় দুপুর পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। কপ্টারটি রুটিন পরীক্ষার জন্য উড্ডয়ন করেছিল। নিহতরা হলেন, মেজর সঞ্জীব লাথার, মেজর অরবিন্দ বাজালা ও লেফটনেন্ট কর্নেল রানীশ কুমার। ভারতীয় সেনা ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, মাটি থেকে ১০০ মিটার উচ্চতায় চিতা নামের কপ্টারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এর কিছু সময়ের মধ্যে এটি ভেঙ্গে পড়ে। এই ঘটনায় ইতোমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সেনা কর্তৃপক্ষ।
×