ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিনা বিচারে সাত বছর আটক ৪ নারীকে হাজির করার নির্দেশ

প্রকাশিত: ০৮:৫৯, ১ ডিসেম্বর ২০১৬

বিনা বিচারে সাত বছর আটক ৪ নারীকে হাজির করার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ বিনা বিচারে কাশিমপুর কারাগারে সাত বছর ধরে কারাবন্দী চার নারীকে আগামী ১৬ জানুয়ারি আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এরা হলেন সুমি আক্তার রেশমা, শাহনাজ বেগম, রাজিয়া সুলতানা ও রাণী ওরফে নূপুর। তাদের কেন জামিন দেয়া হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বুধবার এ আদেশ প্রদান করেছে। সুপ্রীমকোর্টের লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা চার নারীর কারাবন্দী থাকার বিষয়টি আদালতের নজরে আনার পর হাইকোর্টের এ নির্দেশনা আসে। আদেশের পর এ্যাডভোকেট আইনুন নাহার সিদ্দিকা সাংবাদিকদের জানান, মহিলা কারাগারে পৃথক হত্যা মামলায় বিনা বিচারে আটক চার নারী বন্দীকে ১৬ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় আদালতে হাজির করতে বলা হয়েছে। হত্যা মামলার নথিও আদালতে তলব করা হয়েছে।
×