ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাঁচ দফা ঘোষণায় শেষ হলো জাতীয় গণযোগাযোগ ও সাংবাদিকতা সম্মেলন

প্রকাশিত: ০৮:৫৯, ১ ডিসেম্বর ২০১৬

পাঁচ দফা ঘোষণায় শেষ হলো জাতীয় গণযোগাযোগ ও সাংবাদিকতা সম্মেলন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ পাঁচ দফা ঘোষণার মাধ্যমে শেষ হলো দুই দিনব্যাপী প্রথম জাতীয় গণযোগাযোগ ও সাংবাদিকতা সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন বিষয়ের ওপর ৪৫টি গবেষণাপত্র উপস্থাপিত হয়েছে। এছাড়া জেন্ডার এবং গণমাধ্যম, সন্ত্রাসবাদ এবং গণমাধ্যম, বাংলাদেশে ডিজিটাল সংস্কৃতির আবির্ভাব, সংবাদপত্র পঠন যোগ্যতা এবং শিক্ষাসহ গণমাধ্যমের বিভিন্ন বিষয় উঠে আসে এই সম্মেলনে। এতে দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব প্রমুখ প্যানেল আলোচনায় অংশ নেয়।
×