ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিশ্ব এইডস দিবস আজ

প্রকাশিত: ০৮:৪৭, ১ ডিসেম্বর ২০১৬

বিশ্ব এইডস দিবস আজ

স্টাফ রিপোর্টার ॥ অপবাদ, বৈষম্য, কু-সংস্কার ও অবহেলার আশঙ্কায় নিজেদের অবস্থা প্রকাশ করে না এইডস রোগী ও এইচআইভি জীবাণু বহনকারীরা। তাদের সঠিক তথ্য সরকারের হাতে নেই। দেশে এইচআইভি সংক্রমণের হার এখনও কম হলেও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দেশে দ্রুতহারে এইচআইভি সংক্রমণ ছড়িয়ে পড়বার সমস্ত কারণ ও ঝুঁকিপূর্ণ আচরণ বিদ্যমান রয়েছে। এইচআইভি আক্রান্ত সব মানুষ এ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ পাচ্ছে না। ইউএন এইডসের তথ্যমতে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশে ৪৬৯ জন মানুষ এইডস রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৯৫ জন মৃত্যুবরণ করেছে। তবে বেসরকারী হিসেবে এইচআইভি পজিটিভ লোক ও এইডস রোগীর সংখ্যা আরও বেশি হবে। এইচআইভি সংক্রমণের এই নিম্নমাত্রা ধরে রাখা এখন একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসমূহের রয়েছে নানা প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা। প্রয়োজনীয় অবকাঠামো ও সম্পদের সীমাবদ্ধতার পাশাপাশি আছে সামাজিক কুসংস্কার। গোপনে তা ভয়াবহ রূপ নিতে পারে। এমন অবস্থা সামনে রেখে আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস। এ উপলক্ষে এইডস ও এইচআইভি প্রতিরোধে জনসচেতনতার আহ্বান জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের এইচআইভি ও এইডসবিষয়ক সংস্থা ইউএনএইডসের সর্বশেষ ‘ইউএনএইডস গ্যাপ রিপোর্ট’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এইচআইভি আক্রান্তদের ৫৪ শতাংশ অর্থাৎ বিশ্বের ১ কোটি ৯০ লাখ মানুষ জানেই না যে তারা এইচআইভি ভাইরাসে আক্রান্ত। বিশ্বে এইচআইভি সংক্রমণ নিয়ে বসবাস করছে সাড়ে ৩ কোটি মানুষ। দেশে এইচআইভি সংক্রমণে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। নিজেদের সংক্রমণ সম্পর্কে জানা, সেবা পাওয়া এবং সামাজিক সুরক্ষার ব্যাপারে বিভিন্ন দেশে ও সমাজে ব্যবধান আছে।
×