ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর বিমানে কেন নিরাপত্তা ত্রুটি- জবাব দিতে হবে ॥ সাঈদ খোকন

প্রকাশিত: ০৮:৩২, ১ ডিসেম্বর ২০১৬

প্রধানমন্ত্রীর বিমানে কেন নিরাপত্তা ত্রুটি- জবাব দিতে হবে ॥ সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার ॥ একুশে আগস্ট গ্রেনেড হামলা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচাতে গিয়ে শরীরে প্রবেশ করা গ্রেনেডের অসংখ্য স্পিøন্টারের কারণে শেষ পর্যন্ত সাবেক মেয়র মোহাম্মদ হানিফ মৃত্যুবরণ করেছেন। সেখানে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানকে নিরাপত্তা ত্রুটির কারণে কেন জরুরী অবতরণ করতে হবে? এর জন্য জবাবদিহি করতে হবে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে সৃষ্ট ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা অতিদ্রুত জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। বুধবার দুপুরে মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদের উদ্যোগে ধলপুর কমিউনিটি সেন্টারে প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এসব কথা বলেন। স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ মানিকের সভাপতিত্বে সভায় কাউন্সিলর মুক্তিযোদ্ধা আবু আহম্মেদ মন্নাফি, হাসিবুর রহমান মানিক, বাদল সরদার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে গোটা জাতির নিরাপত্তা জড়িত। তাই তার নিরাপত্তা বিঘিœত হলে দেশের নিরাপত্তা বিঘিœত হবে। জাতি এটা কোনভাবেই মেনে নেবে না। অনুষ্ঠান শেষে সাঈদ খোকন প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ স্মরণে আয়োজিত নর্থ সাউথ রোড এবং ফজলুল হক কমিউনিটি সেন্টারে পৃথক পৃথকভাবে ওয়ার্ড ও থানা আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলেও অংশগ্রহণ করেন।
×