ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিআরইউ নির্বাচন

বাদশা সভাপতি, সম্পাদক নোমানী

প্রকাশিত: ০৮:৩০, ১ ডিসেম্বর ২০১৬

বাদশা সভাপতি, সম্পাদক নোমানী

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাখাওয়াত হোসেন বাদশা সভাপতি ও বাসসের সিনিয়র রিপোর্টার মোরসালিন নোমানী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে বাদশা পেয়েছেন ৬০৩ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী ভোরের ডাকের বিশেষ প্রতিনিধি মোস্তাক হোসেন পান ২৬৩ ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক মাহমুদুর রহমান খোকন পেয়েছেন ২১২ ভোট। আর সাধারণ সম্পাদক পদে মোরসালিন নোমানী পেয়েছেন ৬৮৬ ভোট এবং বাসসের সিনিয়র রিপোর্টার সৈয়দ শুকুর আলী শুভ পেয়েছেন ৪১৪ ভোট। বুধবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ডিআরইউ সম্মেলন কক্ষে সংগঠনের কার্যনির্বাহী কমিটির ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করেন সিইসি সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। এ নির্বাচনে ১ হাজার ৩৩৯ ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ১ হাজার ১২০ । নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি আবু দারদা জোবায়ের (এটিএন বাংলা), যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন (খোলা কাগজ), সাংগঠনিক সম্পাদক জিলানী মিল্টন (নয়াদিগন্ত), প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল (মানবজমিন), নারী বিষয়ক সম্পাদক দিনার সুলতানা (বিটিভি), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শেখ মাহমুদ রিয়াত (খোলা কাগজ), সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী (আলোকিত সময়)। কার্যনির্বাহী কমিটির নির্বাচিত ৭ সদস্যের মধ্যে রয়েছেন নুরুল ইসলাম হাসিব (বিডিনিউজ), হাবিবুর রহমান (মানবকণ্ঠ), সাইফুল ইসলাম (জিটিভি), সাখাওয়াত হোসেন সুমন (আলোকিত বাংলাদেশ), মাইনুল হাসান সোহেল (ইনকিলাব), হাফিজ আল আসাদ (বৈশাখী টিভি) ও আনিসুল ইসলাম। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন অর্থ সম্পাদক মানিক মোন্তাসির, প্রচার, ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান, কল্যাণ সম্পাদক আজাদ হোসেন সুমন। গোলাম সারওয়ারের সঙ্গে ডিআরইউ নির্বাচনে কমিশনের আরও ৪ সদস্যে ছিলেন নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, বিএফইউজে সভাপতি মনজু আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের ও বাসসের সাবেক বার্তা সম্পাদক এম এ আজিজ। আর নির্বাচন কমিশনের কাজে সহায়তা করেন দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি উত্তম চক্রবর্তী, দৈনিক নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার আমানুর রহমান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ।
×