ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ০৮:২৮, ১ ডিসেম্বর ২০১৬

পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ‘তীর’ খেলা নামের জুয়ার আসরে পুলিশী হানা টের পেয়ে পালাতে গিয়ে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে শাহিনুল ইসলাম শাহীনের লাশ উদ্ধার করা হয়। বিকেল পাঁচটার দিকে পুলিশের ধাওয়ায় সে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়ে যায়। শাহীন লামাকাজী ইউনিয়নের সৎপুর গ্রামের মৃত রইছ আলীর ছেলে। এ ঘটনায় উত্তেজিত জনতা বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান মাসুদসহ একদল পুলিশকে অবরুদ্ধ করে রাখে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ও ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং এলাকাবাসীর সহযোগিতায় অবরুদ্ধ পুলিশদের উদ্ধার করা হয়। এর আগে ভারতীয় তীর খেলা নামের জুয়ার আসর থেকে পুলিশ জালালাবাদ থানার খালপাড় গ্রামের গোলাম রেজার ছেলে আবদুল লতিফ (৩২) ও একই গ্রামের আসদ আলীর ছেলে জুনেদ আহমদকে (২৫) গ্রেফতার করে। পুুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দেয়া শাহীন নিখোঁজ হওয়ার পর এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে লামাকাজী ইউপির প্যানেল চেয়ারম্যান (১ম) এনামুল হক এনাম মেম্বার, মুরব্বী আবদুর রহমান, ফয়জুল হক, ওসি (তদন্ত) মাসুদ, এসআই হাবিবুর রহমানসহ বেশ কয়েকজন আহত হন।
×