ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংলিশ লীগ কাপ

সেমিফাইনালে লিভারপুল ও হাল সিটি

প্রকাশিত: ০৬:১৩, ১ ডিসেম্বর ২০১৬

সেমিফাইনালে লিভারপুল ও হাল সিটি

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ লীগ কাপ ফুটবলের (ক্যাপিটাল ওয়ান কাপ) সেমিফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল ও হাল সিটি। মঙ্গলবার রাতে পঞ্চম রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনালে লিভারপুল ২-০ গোলে লিডস ইউনাইটেডকে হারিয়েছে। দ্য রেডসদের হয়ে গোল করেন ডিভক অরিজি ও তরুণ ফরোয়ার্ড বেন উডবার্ন। শেষ আটের আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে পেনাল্টি শূটআউটে ৩-১ গোলে হারিয়ে সেমি নিশ্চিত করেছে হাল সিটি। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটসহ ১২০ মিনিটের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। এরপর ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে ফলাফল নিষ্পত্তি হয়। বুধবার রাতে শেষ আটের বাকি দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঘরের মাঠ এ্যানফিল্ডে প্রাধান্য বিস্তার করে খেলেও প্রথমার্ধে লিডসের জাল খুঁজে পায়নি লিভারপুল। বিরতির পর পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে শেষ চার নিশ্চিত করে জার্গেন ক্লপের দল। ৭৬ মিনিটে ডিভক অরিজি আটবারের লীগ কাপের চ্যাম্পিয়নদের হয়ে প্রথম গোল করেন। ৮১ মিনিটে দলের জয় নিশ্চিত করা গোলটি করেন ১৭ বছর বয়সী উঠতি ফুটবলার উডবার্ন। চোখ ধাঁধানো ভলিতে গোলটি করেন তিনি। এই গোল করে গৌরবময় রেকর্ড গড়েছেন উডবার্ন। রেড ডেভিলসদের হয়ে উডবার্ন এখন সর্বকনিষ্ঠ গোলদাতা। পরশু দিনের গোলে তার বয়স ছিল ১৭ বছর ৪৫ দিন। মাইকেল ওয়েনের চেয়ে ৯৮ দিন কম বয়সে গোল করে লিভারপুলের সর্বকনিষ্ঠ গোলদাতা এখন ওয়েলসের এই ফরোয়ার্ড। ওয়েন ১৯৯৭ সালে ১৭ বছর ১৪৩ দিনে উইম্বলডনের বিরুদ্ধে গোল করেছিলেন লিভারপুলের হয়ে। দারুণ কীর্তি গড়ে উচ্ছ্বাসিত উডবার্ন। টুইটারে তিনি বলেন, আরও একটি রেকর্ড গড়লাম আমি। অসাধারণ ব্যাপার। খুব ভাল লাগছে। আশাকরি আরও ভাল করতে পারব। আরেক ম্যাচে নিউক্যাসলের সঙ্গে নির্ধারিত নব্বই মিনিটের খেলা গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে মোহামেদ ডিয়ামের গোলে পিছিয়ে পড়ে হাল সিটি। ৯৮ মিনিটে গোলটি করেন তিনি। ম্যাচে ফিরতে সময় নেয়নি হাল সিটি। পরের মিনিটেই সমতায় ফেরান রবার্ট স্নডগ্রাস। বাকি সময়ে আর গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এরআগে প্রি-কোয়ার্টার ফাইনালে ড্যানিয়েল স্টারিজের দারুণ নৈপুণ্যে টটেনহ্যামকে বিদায় করে কোয়ার্টারে উঠেছিল লিভারপুল। দ্য রেডসদের হয়ে দু’টি গোলই করেছিলেন ইংলিশ তারকা। ওই ম্যাচ শেষে লিভারপুল কোচ জার্গেন ক্লপ বলেছিলেন, জয় আমাদেরই প্রাপ্য ছিল। আমরা অনেক সুযোগ পেয়েছি। টটেনহ্যামের গোলরক্ষক মিচেল ভরম দুর্দান্ত খেলেছে। তবে ম্যাচটি উপভোগ্য ছিল। জোড়া গোলদাতা স্টারিজের প্রশংসা করে ক্লপ বলেছিলেন, যা করা উচিত স্টারিজ সেটিই করে দেখিয়েছে। সে দুর্দান্ত খেলেছে। আমার মনে হয়, সে আরও গোল করতে পারত। তিন গোল-চার গোলও করতে পারত। তবে দুই গোল করাটা কিন্তু দারুণ। সে তার শক্তির জায়গাটা আবারও সকলের সামনে তুলে ধরেছে। পরশুর ম্যাচে অবশ্য গোল পাননি স্টারিজ। তবে দলের পারফর্মেন্সে খুশি ক্লপ। তিনি বলেন, আমরা অনেক সুযোগ পেয়েছি। তবে প্রথমার্ধে লিডস বেশ ভাল খেলেছে। এজন্য দ্বিতীয়ার্ধে আমাদের ছক পাল্টাতে হয়। এতে সফল হয়েছি। তারকা কোচের চোখ এখন ফাইনালে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য শিরোপা। এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। তবে আপাতত সেমিফাইনাল নিয়ে ভাবছি আমরা।
×