ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উদ্বোধনী দিনে মুখোমুখি উত্তর বারিধারা-টিম বিজেএমসি

গোপালগঞ্জে আজ শুরু বিপিএল ফুটবল লীগ

প্রকাশিত: ০৬:১৩, ১ ডিসেম্বর ২০১৬

গোপালগঞ্জে আজ শুরু বিপিএল ফুটবল লীগ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় শেষের দিকে চলে এসেছে ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবল। অংশগ্রহণকারী দলগুলোর (১২) সবাই ইতোমধ্যেই খেলে ফেলেছে ১৭টি করে ম্যাচ। প্রতিটি দল সবাই খেলবে আরও ৫টি করে ম্যাচ। সে লক্ষ্যে আজ থেকে লীগের অষ্টাদশ রাউন্ডের খেলা শুরু হচ্ছে নতুন ভেন্যু গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে। ফ্লাডলাইট না থাকায় প্রতিদিন একটি করে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১০ ডিসেম্বর থেকে ঢাকায় অনুষ্ঠিত হবে লীগের উনবিংশ ও শেষ রাউন্ড। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় প্রথমদিনে টিম বিজেএমসির মুখোমুখি হবে উত্তর বারিধারা ক্লাব। অংশ নেয়া ১২ দলের মধ্যে বারিধারাই এখন আছে সবচেয়ে ঝুঁকিতে। অবনমনের আশঙ্কায় ভুগছে তারা। ১৭ ম্যাচে ৪ জয়, ১ ড্র এবং ১২ হারে তাদের সংগ্রহ মাত্র ১৩ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তলানিতে। পক্ষান্তরে সরকারী দল বিজেএমসি আছে কিঞ্চিৎ সুবিধাজনক অবস্থানে। সমান ম্যাচে তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট (জয় ৩, ড্র ৮, হার ৬)। ১১ জয় ও ৬ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শিরোপার সুবাতাস পাচ্ছে ঢাকা আবাহনী লিমিটেড। তারাই চলতি লীগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল। পয়েন্ট টেবিলে সবার নিচে পড়ে থাকলেও বারিধারা তাদের শুরুটা করেছিল চমক দিয়ে। লীগের ও নিজেদের প্রথম ম্যাচেই তারা ১-০ গোলে হারিয়ে দেয় ২০১২-১৩ মৌসুমের লীগ শিরোপাধারী শেখ রাসেলকে। এরপর একাদশ ম্যাচে রেকর্ড ১২ বারের লীগ চ্যাম্পিয়ন মোহামেডানকে হারায় একই স্কোরলাইনে। তার পরের ম্যাচেই শেখ রাসেলকে আবারও হারায়। এবার ২-০ গোলের ব্যবধানে। নিজেদের পঞ্চদশ ম্যাচে রূপকথার মতো খেলতে থাকা রহমতগঞ্জকে ২-০ গোলে হারিয়ে রুখে দিয়ে সর্বশেষ চমক দেখায় তারা। সে তুলনায় বিজেএমসির তিন জয়ের দুটিই তাদের চেয়ে পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে (বারিধারাকে ২-১ এবং ফেনী সকারকে ১-০)। একটি জয় অবশ্য ওপরের সারি দলের বিরুদ্ধে (মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ৩-২ গোলে জয়ী)। ঢাকা আবাহনীর পরেই পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আরেক আবাহনী (চট্টগ্রাম আবাহনী)। ৩৪ পয়েন্ট তাদের। ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লীগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানম-ির। প্রথম লেগে চমক দেখান কম বাজেটের দল রহমতগঞ্জ শিরোপা লড়াইয়ে উঠে আসলেও দ্বিতীয় লেগে ধীরে ধীরে খেই হারিয়ে এখন আছে চার নম্বরে। গত তিন ম্যাচের একটিতেও তিন পয়েন্ট পায়নি তারা। ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে দু’বারের লীগ চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা। দু’বারের চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়নের সংগ্রহ ২২ পয়েন্ট। অবস্থান ষষ্ঠ। ২১ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে আরামবাগ। অপরদিকে ১০ কোটি টাকা ব্যয়ে গড়া দল শেখ রাসেল প্রথম লেগে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে সবচেয়ে বড় চমকটি দেখিয়েছিল। তারা হয়তো রেলিগেডেট হয়ে যাবেÑ এমন শঙ্কাও তৈরি হয়েছিল। তবে নতুন কোচ শফিকুল ইসলাম মানিক দায়িত্ব নেবার পর থেকেই ক্রমশ উন্নতি করছে দলটি। গত ৫ ম্যাচের একটিতেও হারেনি তারা। ১৯ পয়েন্ট নিয়ে তারা আছে অষ্টম স্থানে। বিজেএমসি নবম, মোহামেডান দশম আর সকার ক্লাব একাদশ স্থানে রয়েছে। লীগ শুরুর আগেই গোপালগঞ্জকে পঞ্চম ভেন্যু হিসেবে নির্ধারণ করেছিল বাফুফে। ভেন্যুতে ফ্লাডলাইট ছাড়া তেমন কোন সমস্যা না থাকলেও সেখানে দলগুলোর আবাসন সমস্যা ছিল। তবে সেটি মোটামুটি সমাধান করে ফেলেছে বাফুফে।
×