ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সবার আগে সেরা চারে সাকিবের ঢাকা

প্রকাশিত: ০৬:১২, ১ ডিসেম্বর ২০১৬

সবার আগে সেরা চারে সাকিবের ঢাকা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) চতুর্থ আসরে সবার আগে সেরা চারে উঠে গেল ঢাকা ডায়নামাইটস। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সকে ৪২ রানে হারিয়ে শেষ চারে খেলার টিকেট নিশ্চিত করেছে সাকিব আল হাসানের ঢাকা। এবারের আসরে প্রথম ম্যাচে ঢাকার হয়ে খেলতে নেমেই ঝলক দেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার এভিন লুইস। জিম্বাবুইয়েতে ত্রিদেশীয় সিরিজে খেলায় এতদিন বিপিএলে যোগ দিতে পারেননি লুইস। যেই যোগ দিলেন, চমক দেখিয়ে দিলেন। মারমুখী ব্যাটিং করে একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে ৩৪ বলে ৩ চার ও ৮ ছক্কায় ৭৫ রান করেন। তার এ দুর্দান্ত ব্যাটিংয়ের সঙ্গে আরেক ওপেনার মেহেদী মারুফের ৪০ রানে ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৮৮ রান করতে পারে ঢাকা। বিশাল স্কোর গড়ে, যে স্কোরের তোপে রংপুর রাইডার্স যে ভেসে যাবে তা ঢাকার ইনিংস শেষ হতেই বোঝা যায়। শেষ পর্যন্ত তাই হয়। ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৬ রানের বেশি করতে পারেনি রংপুর। হারও হয় তাই বড় ব্যবধানেই। দলের পক্ষে জিয়াউর রহমান সর্বোচ্চ ৬০ রান করতে সক্ষম হন। বাকিদের মধ্যে সোহাগ গাজী করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান। বল হাতে আবু জায়েদ রাহি নেন ৩ উইকেট। বুধবার রংপুরের বিপক্ষে ম্যাচটিতে শুরু থেকে শেষ পর্যন্ত ঢাকা সমান আধিপত্য বজায় রেখে খেলে। দুই ওপেনার মেহেদী মারুফ ও এভিন লুইস মিলেই দলের স্কোরবোর্ড ১০০ রানে নিয়ে যান। ১০৩ রানের জুটি শুরুতেই হয়ে যায়। তখন মনে হয়, ঢাকা না আবার ম্যাচটিতে এবার বিপিএলের সেরা স্কোরই শুধু নয়, বিপিএলেরই সর্বোচ্চ স্কোর না গড়ে ফেলে। ২০১৩ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে যে ২১৭ রান করেছিল ঢাকা (গ্ল্যাডিয়েটর্স), সেটিকেও না অতিক্রম করে ফেলে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল এবার যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৯৪ করেছিল ঢাকা, সেটিকেও টপকে যেতে পারল না। ১০৩ রানে মেহেদীর আউটের পর থেকেই যে ছন্নছাড়া হয়ে পড়ে ঢাকার ব্যাটিং। ১০ ওভারে এই রান করার পর পরের ১০ ওভারে ৮৪ রান যোগ করতে পারে ঢাকা। এরপরও যে স্কোর গড়েছে, তাতেই রংপুরের হারই সবাই দেখতে পায়। শেষ পর্যন্ত হয়ও তাই। সহজ জয়ই তুলে নেয় ঢাকা। ৪৬ রানেই ৬ উইকেট হারিয়ে বসে রংপুর। এরপর সপ্তম উইকেটে গিয়ে জিয়াউর রহমান ও সোহাগ গাজী মিলে ৮৭ রানের বড় জুটি গড়েন। যা বিপিএলের ইতিহাসে সপ্তম উইকেটে সেরা জুটি। কিন্তু এ জুটিও শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেননি। টপঅর্ডার ব্যর্থ হলে কি আর এত বড় স্কোর অতিক্রম করে জয় তুলে নেয়া সম্ভব হয়। আর তাই ১৪৬ রানের বেশি করতে পারেনি রংপুর। সহজ জয় তুলে নিয়ে সবার আগে সেরা চারে খেলা নিশ্চিতও করে ঢাকা।
×