ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউনাইটেডের চেয়ে পিএসজি ভাল

প্রকাশিত: ০৬:১২, ১ ডিসেম্বর ২০১৬

ইউনাইটেডের চেয়ে পিএসজি ভাল

স্পোর্টস রিপোর্টার ॥ ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) রাজত্ব করেছেন জ¬াতান ইব্রাহিমোভিচ। ক্লাবকে উপহার দিয়েছেন চারটি শিরোপা। এই মৌসুমে নতুন করে ঠিকানা গড়েছেন প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। তবে সুইডিশ স্ট্রাইকারের মতে ইংলিশ ক্লাব ম্যানইউর চেয়েও নাকি ভাল ছিল পিএসজি। মূলত তারই সাবেক ইন্টার মিলানের কোচ জোশে মরিনহোর কারণেই ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দিয়েছেন ইব্রাহিমোভিচ। এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘এই গ্রীষ্মে আমি যে ক্লাবটিতে (ম্যানইউ) যোগ দিয়েছি তা মোটেই আমার সাবেক ক্লাবের মতো শক্তিশালী নয়। কিন্তু যখন মরিনহো ডেকেছেন তখন সিদ্ধান্তটা খুব সহজেই নিতে পেরেছি। মূলত তার সিদ্ধান্তই ছিল চূড়ান্ত।’ ইব্রাহিমোভিচ এ সময় আরও বলেন, ‘তার ডাকে আমার সাড়া দিতে কোন সমস্যা হয়নি। এমনকি তখন অর্থনৈতিক চুক্তির মতো বিষয়গুলোতেও কোন সমস্যা হয়নি। তবে সত্যি বলতে সিদ্ধান্তটা খুব চ্যালেঞ্জিং ছিল। আর চ্যালেঞ্জ নিতে আমারও পছন্দ। আমিও চেয়েছিলাম বিশ্বের সেরা ক্লাবটিতে এসে চ্যালেঞ্জ গ্রহণ করতে। যদিওবা সাম্প্রতিক সময়ে তারা প্রিমিয়ার লীগ জিততে না পারায় তা খুব কঠিন কাজ। আমিও তাই শুরু থেকেই বলে এসেছি যে, আমরা এখন আন্ডারডগ। এই মৌসুমে কোনভাবেই প্রিমিয়ার লীগ জয়ের জন্য আমরা ফেবারিট নই।’ ইব্রাহিমোভিচের কথা অবশ্য মিথ্যে নয়। প্রিমিয়ার লীগের অবস্থানও বলছে সেই কথা। বর্তমানে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে ম্যানইউ। মৌসুমের প্রথম ১২ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট সংগ্রহ তাদের। যদিওবা বিশ্বের সেরা সেরা ফুটবলারদের নিয়েই দল সাজিয়েছেন মরিনহো। এ বছরেই জাতীয় দলকে বিদায় বলেছেন ইব্রাহিমোভিচ। তবে সম্প্রতি একাদশবারের মতো সুইডেনের বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন তিনি। সেইসঙ্গে টানা দশমবার এই এ্যাওয়ার্ড জয়ের রেকর্ড গড়লেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। জাতীয় দলের জার্সিতে বড় কোন শিরোপা জিততে পারেননি ইব্রাহিমোভিচ। এদিকে সমালোচনাও তার পেছনে হাঁটছে ইউনাইটেডের সুইডিশ স্ট্রাইকারের। তার সাম্প্রতিক পারফর্মেন্স দেখে আয়ারল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ইয়ামন ডানফি বলেছেন, ইব্রাহিমোভিচ নাকি ফুটবলই ভুলে গেছেন। ম্যানইউতে বর্তমানে তিনি ফর্মহীনতায় ভুগছেন। সাবেক আইরিশ ফুটবলার ডানফি বলেন, ‘ফুটবল আর তার (ইব্রাহিমোভিচ) জন্য নয়।
×