ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২ মাস পরই সুস্থ হয়ে ফিরবেন রিয়ালের ;###;ওয়েলস তারকা

গ্যারেথ বেলের সফল অস্ত্রোপচার

প্রকাশিত: ০৬:১২, ১ ডিসেম্বর ২০১৬

গ্যারেথ বেলের সফল অস্ত্রোপচার

স্পোর্টস রিপোর্টার ॥ সফলভাবেই অস্ত্রোপচার হয়েছে গ্যারেথ বেলের। মঙ্গলবার রাতে লন্ডনে ডান পায়ের পাতায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তার। গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে স্পোর্টিংয়ের বিপক্ষে ম্যাচে ডান পায়ের পাতায় বড় চোট পান রিয়াল মাদ্রিদের এই ওয়েলস তারকা। এরপর থেকেই উৎকণ্ঠা বিরাজ করছিল রিয়াল শিবিরে। তবে লন্ডনে অস্ত্রোপচারের পর স্বস্তি ফিরেছে রিয়াল মাদ্রিদে। অথচ প্রথমদিকে মনে করা হয়েছিল, প্রায় চারমাস মাঠের বাইরে থাকতে হবে বেলকে। অস্ত্রোপচারের পর অবশ্য জানানো হয়েছে দুই মাস তাকে পাবে না রিয়াল মাদ্রিদ। এ বিষয়ে এক বিবৃতিতে স্পেনের জায়ান্ট ক্লাবটি জানায়, ‘ডান পায়ের পাতায় ইনজুরি পাওয়ার পর আজই (মঙ্গলবার) তাকে অপারেশন করা হয়। তবে সফলভাবেই তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।’ এর ফলে এই বছরে আর ওয়েলস তারকাকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। দুইদিন পরই মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সিলোনার মুখোমুখি হবে জিনেদিন জিদানের দল। এরপর জাপানে ক্লাব বিশ্বকাপে খেলবে তারা। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগেও বেলের খেলা নিয়ে সংশয় রয়েছে। বেলের এই চোটের সুবাদে কপাল খুলেছে জেমস রড্রিগেজের। চলতি বছরের শুরু থেকেই রিয়ালের একাদশে সুযোগ মিলছিল না এই কলম্বিয়ান ফরোয়ার্ডের। শুধু তাই নয়, প্রতিভাবান এই খেলোয়াড়ের গুঞ্জন শুরু হয় সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ারও। তবে আগামী ম্যাচগুলোতে বেলের অনুপস্থিতিতে একাদশে ফেরার সুযোগ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে তার। এ বিষয়ে রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ কোচ জিনেদিন জিদান বলেন, ‘সকলের জন্যই দরজা খোলা রয়েছে। এখন খেলতে প্রস্তুত জেমস। আমি মনে করি না যে এটা সত্যি সে (রড্রিগেজ) কখনই খেলেননি। আর আমি এটাও মানছি না যে ও কখনও সুযোগ পায়নি। আমি মনে করি ওর এই ক্লাবেই থাকা উচিত।’ ২০১৩ সালে ইংলিশ প্রিমিয়ার লীগের টটেনহ্যাম হটস্পার থেকে ৮৫ মিলিয়ন পাউন্ডের রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন বেল। যা সেই সময়ই তাকে ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত করে। সম্প্রতি লা লিগার ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই চুক্তি অনুযায়ী এখন তিনিই পৃথিবীর সবচাইতে দামি ফুটবলার। নতুন এই চুক্তি অনুযায়ী গ্যারেথ বেলের বেতন হবে প্রতি সপ্তাহে ৬ লাখ পাউন্ড। এখান থেকে প্রায় আড়াই লাখ পাউন্ড সমপরিমাণ অর্থ তাকে আয়কর দিতে হবে। তবে কর দেবার পরও তার আয় হবে প্রতি সপ্তাহে সাড়ে ৩ লাখ পাউন্ড। রিয়াল মাদ্রিদের হয়ে এর মধ্যে দু’বার চ্যাম্পিয়ন্স লীগ জিতেছেন গ্যারেথ বেল। তিনি এর আগে ইংলিশ ক্লাব সাউদাম্পটন এবং টটেনহ্যাম হটস্পারে খেলেছেন।
×