ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহী-বরিশাল ম্যাচ আজ

প্রকাশিত: ০৬:১১, ১ ডিসেম্বর ২০১৬

রাজশাহী-বরিশাল ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল টি২০) আজ একটি ম্যাচ রয়েছে। ম্যাচটিতে মুখোমুখি হবে রাজশাহী কিংস ও বরিশাল বুলস। ম্যাচটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পৌনে ছয়টায় শুরু হবে। ম্যাচটি রাজশাহীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। দলটি এখনও সেরা চারে খেলার সম্ভাবনায় আছে। যদি বরিশালকে হারাতে পারে তাহলে সেরা চারে ওঠার ক্ষেত্রে আরেকধাপ এগিয়ে যেতে পারবে। বরিশাল ম্যাচটিতে হারলেই বিদায় নেবে। আর যদি বরিশাল জিতে তাহলে তাদেরও সেরা চারে খেলার সুযোগ থাকবে। বরিশালের আশা টিকে থাকা আবার নির্ভর করছে বুধবার রাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রাজশাহীর ম্যাচের ওপরই। যদি ম্যাচটিতে রাজশাহী জিতে গেছে, তাহলে বরিশালের বিদায় নিশ্চিত হয়ে গেছে। আর যদি রাজশাহী হারে, তাহলে সুযোগ থাকছে। বুধবার রাতের ম্যাচটি বাদ দিলে এখন রাজশাহীর ভা-ারে ৯ ম্যাচে ১০ পয়েন্ট জমা রয়েছে। কুমিল্লার বিপক্ষে হারলে একই পয়েন্ট থাকবে। জিতলে ১২ পয়েন্ট হয়ে যাবে। সেরা চারে খেলার পূর্ণ দাবিদার হয়ে উঠবে। কারণ ঢাকা ডায়নামাইটসের ১৪ পয়েন্ট থাকলেও চিটাগাং ভাইকিংস ও খুলনা টাইটান্সের ভা-ারে ১২ পয়েন্ট করে আছে। তখন রাজশাহী, খুলনা ও চিটাগাংয়ের ১২ পয়েন্ট করে থাকবে। হাতে ম্যাচও থাকবে ২টি করে। আর রাজশাহী হারলে ১০ পয়েন্টে পরে থাকবে। তবে বরিশালকে হারাতে পারলে আবার ১২ পয়েন্ট হয়ে যাবে। তখনও সেরা চারে খেলার রেসে টিকে থাকবে। বরিশালের সেই সম্ভাবনা অনেক কঠিন সমীকরণের ফাঁদে পড়ে আছে। বরিশালের পয়েন্ট এখন ১০ ম্যাচে ৬ পয়েন্ট। হাতে আছে ২টি ম্যাচ। সেই দুই ম্যাচ জিতলে হবে ১০ পয়েন্ট। এ মুহূর্তে ঢাকা, খুলনা ও চিটাগাংয়ের চেয়ে এমনিতেই অনেক পয়েন্টে পিছিয়ে বরিশাল। বাকি থাকা দুটি ম্যাচ জিতলেও এ তিন দলের চেয়ে কম পয়েন্টই থাকবে। তার মানে আরেকটি দল যে সেরা চারে যাবে, সেই তালিকায় থাকতে পারবে বরিশাল। তাতেও আছে সমস্যা। বিপিএলে এবার পয়েন্ট সমান হওয়া দলগুলোর মধ্যে রানরেটের ভিত্তিতে পরের ধাপে ওঠার ফয়সালা হবে। তাই যদি হয়, সেখানে অনেক পিছিয়ে আছে বরিশাল। আবার রাজশাহী ও ১০ পয়েন্টে থাকা রংপুর রাইডার্স যে কোনভাবে একটি জয় পেলেই বরিশালের বিদায় ঘটবে। তার মানে বরিশালের কোনভাবেই সেরা চারে খেলার সুযোগ থাকছে না। তবুও আশাতো আর কেউ শেষ পর্যন্ত না দেখে শেষ করে দেয় না। বরিশালও তাই করবে নিশ্চয়ই।
×