ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী রক্ষা পাওয়ায়

শরীয়তপুরে ৪শ’ মসজিদে দোয়া ও শোকরানা

প্রকাশিত: ০৫:৫৯, ১ ডিসেম্বর ২০১৬

শরীয়তপুরে ৪শ’ মসজিদে দোয়া ও শোকরানা

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ায় শরীয়তপুরের চার শতাধিক মসজিদে দোয়া ও শোকরানা আদায়ের আয়োজন করা হয়। বুধবার সিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার বাদ এশা শরীয়তপুরে এ আয়োজন করেন। এ সময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা ও বিমানে যান্ত্রিক ত্রুটির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। গত রবিবার হাঙ্গেরি সফরে রওনা হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের একটি বোয়িং ৭৭৭ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরী অবতরণ করে। এ ঘটনা তদন্তে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তিনটি তদন্ত কমিটি করে। এর মধ্যে বিমানের প্রাথমিক তদন্ত প্রতিবেদন বুধবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের গাফিলতিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল বলে তদন্তে প্রমাণ মিলেছে। এ ঘটনায় বিমানের ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে বুধবার রাতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
×