ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী ১৩ ডিসেম্বর

প্রকাশিত: ০৫:৫০, ১ ডিসেম্বর ২০১৬

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী ১৩ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৩ ডিসেম্বর মঙ্গলবার পালিত হবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)। জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে বুধবার দেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার থেকে হিজরী পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। ১৩ ডিসেম্বর মঙ্গলবার সারা দেশে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির আহমেদ। সভায় প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নুরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব সাইদুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক শাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ১৪৩৮ হিজরীর পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে বলা হয় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা গেছে- বুধবার দেশের আকাশে কোথাও আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ঈদ-ই মিলাদুন্নবী (সা.) হলো মহানবী হযরত মুহম্মদ (সা.) জন্ম ও মৃত্যু দিবস। পবিত্র আউয়াল মাসের ১২ তারিখে তিনি এ ধরায় জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করেন। তাঁর এ জন্ম ও মৃত্যু দিবসকে পবিত্রজ্ঞান করে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগী করে থাকে। এই দিনে বাংলাদেশে সরকারী ছুটি থাকে। ফলে আগামী ১৩ ডিসেম্বর সরকারী-বেসরকারী সব অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
×