ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী ফিরেছেন

প্রকাশিত: ০৫:৪৭, ১ ডিসেম্বর ২০১৬

প্রধানমন্ত্রী ফিরেছেন

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে চারদিনের সরকারী সফর শেষে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট ‘আকাশ প্রদীপ’ বুধবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরআগে ফ্লাইটটি স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় (বাংলাদেশ সময় বিকাল সোয়া ৩টায়) বুদাপেস্ট ফিরেন্স লিজট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করে। প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা এবং হাঙ্গেরিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আবু জাফর বিমান বন্দরে উপস্থিত ছিলেন। হাঙ্গেরির সশস্ত্র বাহিনীর সদস্যরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরির প্রেসিডেন্টের আমন্ত্রণে বুদাপেস্ট পানি শীর্ষ সম্মেলন ২০১৬’তে যোগ দিতে তিনদিনের রাষ্ট্রীয় সফরে রবিবার হাঙ্গেরির বুদাপেস্ট পৌঁছান। এটি ছিল বাংলাদেশের কোন সরকার প্রধানের পূর্ব ইউরোপীয় দেশটিতে উচ্চ পর্যায়ের সফর। হাঙ্গেরি সফরকালে শেখ হাসিনা সোমবার দুইদিনব্যাপী বুদাপেস্ট পানি শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। এছাড়াও তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং প্রেসিডেন্ট জানোস এডারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তাদের উপস্থিতিতে দুইদেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। শেখ হাসিনা বুদাপেস্টের সিটি পার্কে হিরোস স্কয়ারে হাঙ্গেরির জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী সম্মেলনে উচ্চ পর্যায়ের বৈঠকে এবং প্রেসিডেন্ট জানোস এডার আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নেন। একইদিন প্রধানমন্ত্রী বাংলাদেশ-হাঙ্গেরিয়ান বিজনেস এ্যান্ড ইকনোমিক ফোরামের উদ্বোধন করেন। বাংলাদেশ ও হাঙ্গেরির পুরনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই সফরের মধ্যদিয়ে উজ্জীবিত হবে এবং তা সম্ভাবনার পূর্ণতায় পৌঁছাবে বলে বৈঠকের পর যৌথ বিবৃতিতে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে প্রধানমন্ত্রী হাঙ্গেরি-বাংলাদেশ বিজনেস ফোরামের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন এবং পরে হোটেলে ফিরে সর্বইউরোপীয় আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। গত রবিবার সকালে ঢাকা থেকে রওনা হয়ে বিকালে বুদাপেস্টে পৌঁছানোর কথা থাকলেও বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করতে হয়। সেখানে চারঘণ্টা অনির্ধারিত যাত্রা বিরতির পর বিমান সারিয়ে নিরাপদে বুদাপেস্টে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রী হাঙ্গেরি যাওয়ার সময় ব্যবহার করা হয়েছিল বিমান বহরের বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ‘রাঙা প্রভাত’। দুই ইঞ্জিনের একটিতে ‘ফুয়েল প্রেসার’ হঠাৎ কমতে শুরু করায় তাৎক্ষণিকভাবে সবচেয়ে কাছের বিমানবন্দর হিসেবে আশখাবাতে বিমানটি জরুরী অবতরণ করানো হয়। এ কারণে প্রধানমন্ত্রী রাঙা প্রভাত নয়, দেশে ফিরেছেন নতুন কেনা বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ‘আকাশ প্রদীপে’ করে। মঙ্গলবার রাতেই রিয়াদ থেকে নতুন এই বিমানটি বুদাপেস্টে পৌঁছায়।
×