ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিলবোর্ডের শীর্ষে ব্ল্যাক বিটলস

প্রকাশিত: ০৫:১৮, ১ ডিসেম্বর ২০১৬

বিলবোর্ডের শীর্ষে ব্ল্যাক বিটলস

রকসঙ্গীত জনপ্রিয় সঙ্গীতের একটি ধারা যা ১৯৫০-এর দশকের মূলধারাতে প্রবেশ করে। ১৯৪০ এবং ১৯৫০-এর দশকের রিদম এ্যান্ড ব্লুজ, রক এ্যান্ড রোল, কান্ট্রি সঙ্গীতের শিকড় জড়িয়ে আছে এবং উৎসারিত হয়েছে ফোকসঙ্গীত, ক্ল্যাসিক্যাল সঙ্গীত এবং জ্যাজসঙ্গীত থেকে। রকসঙ্গীতের শব্দ তৈরি হচ্ছে ইলেকট্রিক গিটার, ইলেকট্রিক বেজ গিটারের ও ড্রামসের রিদম অংশের ব্যাক বিটের মাধ্যমে এবং কী-বোর্ড বাদ্যযন্ত্র যেমন হ্যামন্ড অরগান, পিয়ানো বা ১৯৭০ -এর দশক থেকে ব্যবহৃত সিন্থেসাইজার। ১৯৬০ এবং ১৯৭০-এর দশকের রক সঙ্গীতের অনেক উপধারার উদ্ভব ঘটেছে। যখন এটা ফোকসঙ্গীতের সঙ্গে মিশেছে তা হয়েছে ফোক রক, যখন তা মিশিয়ে ব্লুজের সঙ্গে তা পরিণত হয়েছে ব্লুজ রক- এ এবং জ্যাজের সঙ্গে জ্যাজ রক ফিউশন। ১৯৭০-এর দশকে রকসঙ্গীত অনুপ্রাণিত হয়েছে সোল, ফাঙ্ক এবং ল্যাটিন সঙ্গীত থেকে। ১৯৭০-এর দশকে রকসঙ্গীতের অনেকগুলো উপধারা যেমন গ্লাম রক, সফট রক, হেভি মেটাল, হার্ডক, প্রোগ্রেসিভ রক এবং পাঙ্ক রক সৃষ্টি হয়েছে। ১৯৮০-এর দশকে রকসঙ্গীতের উপধারাগুলো হলো নিউওয়েভ, হার্ডকোর পাঙ্ক এবং অল্টারনেটিভ রক। ১৯৯০-এর দশকে রকসঙ্গীতের উদ্ভব হওয়া উপধারাগুলো হলো গ্রুঞ্জ, বিটপপ, ইন্ডি রক এবং ন্যু মেটাল। এই তো হলো রক ব্যান্ডের শুরুর কথা। এখনও ব্যান্ডের গান সব তরুণ-তরুণীদের আকর্ষণ করে। গত ২৯ নবেম্বর মার্কিন বিল বোর্ডে প্রথমবারের মতো প্রথম স্থান অর্জন করে নিয়েছে এ্যালবাম ঝৎবসসখরভব ২ এর ইষধপশ ইবধঃষবং গানটি, এটি গত ১৩ সেপ্টেম্বর প্রকাশিত হওয়ার পর পরেই সবার দৃষ্টি আকর্ষণ করে নেয়। ২২ সেপ্টেম্বরের এর মিউজিক ভিডিও ণড়ঁঞঁনব প্রকাশ করা হয়। শুধু আমেরিকা নয় এই এ্যালবামটি অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডে ও টপ টেন এ স্থান দখল করে নিয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন জধব ঝৎবসসঁৎফ। আমেরিকাতেই এ পর্যন্ত ৪ লাখ ৩৩ হাজারেরও বেশি কপি বিক্রি হয়েছে।
×