ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রুহুল আমিন ভূঁইয়া

অনন্য উচ্চতায় মেহজাবিন

প্রকাশিত: ০৫:১৬, ১ ডিসেম্বর ২০১৬

অনন্য উচ্চতায় মেহজাবিন

এই প্রজন্মের দর্শকপ্রিয় মডেল, অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার এর মাধ্যমে তিনি মিডিয়া জগতে পা রাখেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তিনি বিভিন্ন বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। সৌন্দর্য ও অভিনয় গুণে অল্প সময়ের মধ্যেই তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন। সমসাময়িক মিডিয়ার অন্যতম আলোচিত তারকা তিনি। নজরকাড়া সৌন্দর্য আর মন মাতানো হাসির রেশে দর্শকদের কাছে বরাবরই স্বপ্নকন্যা মেহজাবিন। টিকে থাকার লড়াইয়ে নয়, নিজেকে একজন সফল অভিনেত্রীর পরিচয়ে পরিচিত করার লক্ষ্যে ছুটছেন ইন্ডাস্ট্রিতে। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন পড়াশোনাও। শোবিজে অন্য আট-দশজন অভিনেত্রীর মতো কারও হাত ধরে আসেননি মেহজাবিন চৌধুরী। বিশাল এক প্লাটফর্মে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েই এসেছেন রঙিন এ দুনিয়ায়। লাক্স তারকার মুকুট মাথায় পরে এ অঙ্গনে পা রেখেই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। যে কারণে নাটক নির্মাতা কিংবা বিজ্ঞাপন নির্মাতাদের কাছে মেহজাবিনের যেমন আলাদা কদর আছে ঠিক তেমনি দর্শকের কাছেও রয়েছে তার বেশ গ্রহণযোগ্যতা। উৎসব কিংবা উৎসবের বাইরে নাটকে অভিনয়ের জন্য প্রস্তাবের পাহাড় আসতে থাকে তার কাছে। এছাড়াও উন্নত ব্যক্তিত্বের কারণে তাকে নিয়ে কাজ করতেও স্বাচ্ছন্দ্য পান নির্মাতারা। শিডিউল ফাঁসানোর কোন অভিযোগ নেই তার ক্যারিয়ারে। নেই নাক উঁচু স্বভাবের কোন অগোছালো আচরণের রেকর্ড। কিন্তু আগ্রহ থাকা সত্ত্বেও আহামরিসংখ্যক নাটকে অভিনয় করতে দেখা যায়নি তাকে। বিভিন্ন উৎসবে তার সহশিল্পীদের ডজন ডজন নাটকে অভিনয় করতে দেখা গেলেও এ ক্ষেত্রে ব্যতিক্রম থেকেছেন মেহজাবিন। অভিনয় করেছেন বেছে বেছে হাতেগোনা কয়েকটি নাটকে। এর কারণ জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘অভিনয়ের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ কখনই ছিল না। আগামীতেও থাকবে না। দুর্বল গল্পের শতাধিক নাটকের চেয়ে ভাল মানের গল্পের একটি নাটকে অভিনয় করাটা আমার কাছে স্বাচ্ছন্দ্যের’। ক্যারিয়ারের শুরু থেকেই দর্শকরা শুধু খণ্ড নাটকে দেখতে পেয়েছেন মেহজাবিনকে। সময় না থাকায় কখনও ধারাবাহিকে অভিনয় করা হয়নি এ তারকার। পাশাপাশি ধারাবাহিক নাটকের গল্পের ধারাবাহিকতা না থাকায় এতে অভিনয়ের আগ্রহও তেমন একটা দেখা যায়নি তার মধ্যে। এবার অবশ্য ব্যতিক্রম দেখা গেল। প্রথমবারের মতো একটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। পরিচালক রায়হান খানের অনুরোধেই ‘সম্পর্ক’ নামের একটি ধারাবাহিক নাটকে দেখা গেছে তাকে। প্রথমবার কোন ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন জানান, ‘অভিনয়কে এখনও প্রয়োজন অনুযায়ী সময় দিতে পারছি না। পড়াশোনার জন্য ধারাবাহিকে অভিনয় করতে যে সময়ের প্রয়োজন হয় তা আমার কাছে নেই। তবে হাতে সময় পাওয়ায় কোন একটি ধারাবাহিকে এই প্রথম অভিনয় করলাম। তবে নিয়মিত করার ইচ্ছা এখনও নেই। আগে পড়াশোনাটা শেষ করি। তারপরই বিষয়টি নিয়ে ভাবব’। ছবি : আরিফ আহমেদ
×