ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বান কি মুনের সঙ্গে সাবের চৌধুরীর সাক্ষাত

প্রকাশিত: ০৪:৩০, ১ ডিসেম্বর ২০১৬

বান কি মুনের সঙ্গে সাবের চৌধুরীর সাক্ষাত

স্টাফ রিপোর্টার ॥ জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান কি মুন এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরীর মধ্যে এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। দুই মেয়াদের দায়িত্ব পালন শেষে এ বছরই বিদায় নিচ্ছেন বান কি মুন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, জলবায়ু পরিবর্তনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সারা বিশ্বের সংসদ সদস্যদের সম্পৃক্ত করতে আইপিইউর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সাবের হোসেন চৌধুরী বলেন, সামনের দিনগুলোতে আইপিইউ ও জাতিসংঘের মধ্যে প্রাতিষ্ঠানিক ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বিমান বাহিনী প্রধানের সঙ্গে ভারতীয় বিমান বাহিনীর ভাইস চীফের সাক্ষাত ভারতীয় বিমান বাহিনীর ভাইস চীফ এয়ার মার্শাল বিরেন্দর সিং ধানোয়া বুধবার বাংলাদেশ বিমান বাহিনী সদর দফতরে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। ভারতীয় বিমান বাহিনীর ভাইস চীফের এই সফর দুই দেশের বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। -আইএসপিআর জালে ধরা পড়ল কুমির নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩০ নবেম্বর ॥ লালপুর উপজেলার বিলমাড়িয়ায় পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলের জালে প্রায় ৫ ফুট লম্বা একটি কুমির ধরা পড়েছে। তবে প্রাথমিকভাবে অনেকেই এটিকে ঘড়িয়াল বলে ধারণা করেছিলেন। বুধবার সকালে উপজেলার নাগশোষা গ্রামের পাশে পদ্মা নদীতে মাছ ধরার সময় আনারুলের জালে এ কুমির ধরা পড়ে।
×