ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিভাগীয় তদন্তের ক্ষমতা নিজেরা ফিরে পেতে আইজির কাছে দাবি পুলিশ এ্যাসোসিয়েশনের

প্রকাশিত: ০৪:২৯, ১ ডিসেম্বর ২০১৬

বিভাগীয় তদন্তের ক্ষমতা নিজেরা ফিরে পেতে আইজির কাছে দাবি পুলিশ এ্যাসোসিয়েশনের

শংকর কুমার দে ॥ পুলিশের বিভাগীয় তদন্তের ক্ষমতা নিজেদের কাছে ফিরিয়ে দেয়ার দাবি আইজির কাছে উপস্থাপন করা হয়েছে। আইজিপি তাদের ঐ দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়ে দিয়েছেন। আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহের আগে কর্মকর্তাদের আগের দুই নির্দেশনা বাতিল করে বিভাগীয় তদন্ত ক্ষমতা পুলিশের কাছে ফিরে পেতে চায় এ্যাসোসিয়েশন। পুলিশ এ্যাসোসিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা সূত্রে এ খবর জানা গেছে। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ২০১২ সালের জুন থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত পুলিশের বিভিন্ন অপরাধ ও অনিয়মের কারণে ৪৫ হাজার ১২৯ পুলিশ শাস্তি পেয়েছে। এর মধ্যে ২০১৫ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত নানা অভিযোগে বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৩৭ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। এত বিপুলসংখ্যক শাস্তির উদাহরণ বাংলাদেশের কোন বাহিনী বা কোন সার্ভিসে নেই বলে দাবি করেছেন পুলিশ কর্মকর্তারা। সূত্রমতে, নিজেদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিভাগীয় তদন্ত ক্ষমতা ফিরে পেতে চায় পুলিশ এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইজিপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে দাবি জানানো হয়েছে। বর্তমানে অভিযোগ ওঠা পুলিশ সদস্যের মধ্যে সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে উর্ধতন কর্মকর্তাদের ক্ষেত্রে গঠিত তদন্ত কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিনিধি সভাপতি থাকবেন। অপরদিকে কনস্টেবল থেকে পরিদর্শক পদমর্যাদার সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে গঠিত কমিটিতে জেলা প্রশাসক বা তার প্রতিনিধিকে সভাপতি করা হয়। গত বছরের মার্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি নির্দেশনা দেয়া হয়। এরপর থেকে পুলিশের পক্ষ থেকে ওই দুই নির্দেশনা বাতিলের দাবি ওঠে। সূত্র জানায়, এ বছরের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহের আলোচনা সভায় পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঐ দুই নির্দেশনা বাতিলের দাবি তুলবেন। আগামী ২৩ জানুয়ারি পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হতে পারে। এর আগে কর্মকর্তাদের মধ্যে ‘পাওয়া-না পাওয়ার’ হিসেব শুরু হয়ে গেছে। এর মধ্যে বিষয়টি নিয়ে পুলিশ সদস্যদের মধ্যেও নতুন করে আলোচনা চলছে। তারা ওই দুই নির্দেশনা বাতিল করে পুলিশের বিভাগীয় তদন্ত ক্ষমতা নিজেদের কাছে ফিরে পেতে চায় পুলিশ কর্মকর্তারা। পুলিশের এক উর্ধতন নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ১৮৬১ সালের পুলিশ এ্যাক্টের আলোকে বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় নিজস্ব বিধিবিধান অনুযায়ী অভিযুক্ত বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। বিভিন্ন আইন ও বিধিবিধানে সুস্পষ্টভাবে পুলিশের শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে করণীয় বলা আছে। পুলিশ বাহিনী প্রতিষ্ঠার পর থেকেই বাহিনীর কোন সদস্যের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হয়। সব ক্যাডার সার্ভিসেই কোন সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে বিভাগীয় নিয়ম অনুযায়ী নিজেরা তদন্ত করে ব্যবস্থা নেয়। শুধু পুলিশ সার্ভিসে কোন সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে অন্য সার্ভিসের কর্মকর্তারা সে বিষয়ে তদন্ত করবেন-এমনটা বাহিনীর সদস্যদের জন্য স্বস্তিকর নয়। বিভাগীয় তদন্তে ক্যাডার সার্ভিস ও নন-ক্যাডার সার্ভিসে পুলিশ বাহিনীতেই সবচেয়ে বেশি সদস্যদের শাস্তি হয়েছে বলে পুলিশ কর্মকর্তার দাবি। পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে পুলিশ বাহিনী বিভাগ চালু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ বিভাগে পুলিশ ক্যাডার থেকে সচিব নিয়োগ ও বিভাগীয় তদন্ত ক্ষমতা পুলিশের কাছে ফিরিয়ে দেয়ার দাবি চলতি বছরের পুলিশ সপ্তাহের আলোচনা সভায় উত্থাপন করা হবে। এ জন্য পুলিশের বিভাগীয় তদন্তের ক্ষমতা নিজেদের কাছে ফিরিয়ে দেয়ার দাবি আইজিপির কাছে উপস্থাপন করার পর আইজি তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়ে দিয়েছেন বলে ওই কর্মকর্তা জানান।
×