ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৯, ১ ডিসেম্বর ২০১৬

টুকরো খবর

সাগরে ২০ জেলেকে অপহরণ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলের মান্দারবাড়িয়া এলাকা থেকে বুধবার ভোরে মুক্তিপণের দাবিতে ৭টি ফিশিং ট্রলারসহ ২০ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাটের রামপাল ও সাতক্ষীরার বোয়াইলে ও চুকনগর এলাকায় বলে জানা গেছে। অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। অপহৃত জেলেদের মহাজন ও পরিবারের সদস্যরা জানান, বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচর সন্নিহিত বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় বুধবার ভোরে ফিশিং ট্রলার নিয়ে মাছ শিকার করছিল একদল জেলে। এ সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা ওইসব জেলের ওপর অতর্কিত হামলা ও লুটপাট চালায় । দস্যুরা জেলে বহরে হামলা চালিয়ে প্রায় অর্ধশত ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ লুটে নেয়। পরে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জনপ্রতি ১ লাখ টাকা করে মুক্তিপণের দাবিতে ৭টি ফিশিং ট্রলারসহ ২০ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীন আরণ্যে নিয়ে যায়। অপহৃত ব্যবসায়ী উদ্ধার সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ৩০ নবেম্বর ॥ দামুড়হুদা উপজেলার নতিপোতায় অপহৃত সার ব্যবসায়ী মামুনকে (৪২) রাতেই উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে অপহরণকারী ফড়িনকে (২০) ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিক এ ঘটনা ঘটে। মামুন জেলার দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের মৃত আজাদ মাস্টারের ছেলে। জানা গেছে, নতিপোতা মোড়ে মামুন প্রায় ২০/২৫ বছর ধরে তেল, সার, কীটনাশকসহ ভূষিমালের ব্যবসা করে আসছে। মামুন মঙ্গলবার সন্ধ্যার পর গ্রামের মসজিদে এশার নামাজ আদায় শেষে নতিপোতা মোড়ে আসেন এবং দোকানে বসে টেলিভিশনে ফুটবল খেলা দেখেন। খেলা দেখা শেষ হলে রাত ১০টার দিকে তিনি মোটরসাইকেলে নিজ বাড়িতে ফেরার সময় বাড়ির সন্নিকটে গলির মধ্যে পৌঁছানো মাত্রই ১৪/১৫ জন মুখোশধারী সন্ত্রাসী তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে অপহরণ করে পার্শ্ববর্তী মাঠের দিকে নিয়ে চলে যায়। ছাত্রলীগ নেতার ছাত্রত্ব বাতিল স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারীতে ছাত্রলীগের এক নেতাকে কলেজ থেকে বহিষ্কারসহ তার ছাত্রত্ব বাতিল করা হয়েছে। বহিষ্কৃত বনিয়াম শেখ বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজ ছাত্রলীগের আহ্বায়ক এবং বড়বাড়িয়া গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে। ক্যাম্পাসে মাদক বিক্রিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়। সেই সঙ্গে কর্তৃপক্ষ তার ছাত্রত্ব বাতিল করেছে। কলেজ অধ্যক্ষ আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়, বনিয়াম শেখ বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। দীর্ঘদিন ধরে সে কলেজ ক্যাম্পাসে মাদক বিক্রি, বহিরাগতদের নিয়ে নেশা করা, সহপাঠীদের মারধর, কলেজের অধ্যক্ষসহ শিক্ষকদের সঙ্গে অশ্লীল আচরণ, ছাত্রীদের উত্ত্যক্ত, কলেজের অফিস কক্ষে ঢুকে প্রকাশ্যে চাঁদা দাবি করে আসছিল। তাই মোট ৭টি অভিযোগের ভিত্তিতে কলেজের পরিচালনা পরিষদের সভাপতি বদরুজ্জামান বদর ফকিরের সভাপত্বিতে অনুষ্ঠিত জরুরী সভার সিদ্ধান্তে বনিয়াম শেখকে কলেজ থেকে বহিষ্কারসহ তার ছাত্রত্ব বাতিল করা হয়েছে। প্রতিমা ভাংচুরের তদন্ত শুরু নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ৩০ নবেম্বর ॥ গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চরকাচরোন্দপুর গ্রামে মঙ্গলবার রাতে ৫ মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ৩ যুবককে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, রাজ্জাক সরদারের ছেলে রাজু সরদার। মোসলেম সেখের ছেলে জসিম সেখ। এবং হায়াত আলী সেখের ছেলে সাগর সেখ। এদের বাড়ি একই উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাটা খালী এবং ট্যাংরা পাড়া গ্রামে। বুধবার দুপুরে তাদের রাজবাড়ীর আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এদিকে প্রতিমা ভাংচুরের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি তদন্ত শুরু করেছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সার্কেল মোঃ আসাদুজ্জামান এবং গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ। মিয়ানমারের ৯১ নাগরিককে হস্তান্তর স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বাংলাদেশে কারাভোগ শেষে মিয়ানমারের ৯১ নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশটির বর্ডার গার্ড বিজিপির কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বুধবার বেলা ১১টায় পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। এর আগে সকাল ১০টায় বৈঠকটি শুরু হয়। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উভয় দেশের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে এদের হস্তান্তর করা হয়েছে। ওসব নাগরিক বাংলাদেশের কারাগারে বিভিন্ন মামলায় সাজা ভোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির কক্সবাজার সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল আনিসুর রহমান, উখিয়া থানার ওসি আবুল খায়ের ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট ইমরুল কায়েস। মিয়ানমারের পক্ষে কর্নেল জ্য মিন উ, লে. কর্নেল মিন চ্য, লিন লিন নাই ও চ্য তু অ উপস্থিত ছিলেন। সীমান্তে মাদক উদ্ধার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সীমান্তে ১০০ গ্রাম হেরোইন এবং ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে বাঘা ও গোদাগাড়ীতে আলাদা অভিযানে এসব উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি। কলেজছাত্রের খুনীর দ্রুত বিচার দাবি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ নগরীর জিন্দাবাজারে প্রকাশ্যে সিলেট কমার্স কলেজের প্রাক্তন ছাত্র মিসবাহ উদ্দিন তাহার খুনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন মিসবাহর মা নাজমা বেগম। বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান। এ সময় তিনি বলেন, ‘আমার একমাত্র ছেলে মিসবাহকে যারা খুন করেছে তারা যাতে কোনভাবেই ছাড় না পায়। আমার মতো আর কোন সন্তানের মার বুক যাতে খালি না হয়। খুনীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক’। স্টুডিও মালিক গ্রেফতার স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ সামনে স্টুডিও আর ভেতরে মাদকের রমরমা কারবার। এভাবেই চলছিল দীর্ঘদিন ধরে। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের জালে ধরা পড়ল কালিকাপুর বাজারের স্টুডিও ব্যবসায়ী জহির খলিফা ও তার সঙ্গী লোকমান গাজী। পুলিশ ওই স্টুডিওতে তল্লাশি চালিয়ে ৩২০ ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করে। গলাচিপা থানার এসআই মোঃ জাকারিয়া জানান, মঙ্গলবার গভীর রাতে ওই স্টুডিওতে তল্লাশি করা হয়। ইয়াবা মজুদ করার জন্য ওই স্টুডিওতে বিশেষভাবে একটি বাথরুম তৈরি করা হয়। বাথরুমের ছাদ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। হালিমনগর বধ্যভূমি দিবস পালন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩০ নবেম্বর ॥ বুধবার সকাল ১০টায় পতœীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের হালিমনগর ‘আদিবাসী বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ পরিষদ’ আনুষ্ঠানিকভাবে বধ্যভূমিতে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে। এদিন সকালে ওই এলাকার অসংখ্য আদিবাসী জনগোষ্ঠীর লোকজন উক্ত স্থানে উপস্থিত হয়ে ২০১৪ সালে নির্মিত একটি বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত জনতা সেখানে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। পরে বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি শ্রী রমেন চন্দ্র বর্মনের সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ১৯৭১ সালে পাকিবাহিনীর হাতে মুক্তিকামী ৩৬ আদিবাসীকে নির্মমভাবে খুন করে একই গর্তে পুঁতে রাখা হয়। নিহত সেই মুক্তিকামী শহীদ আদিবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন নির্মইল ইউপি চেয়ারম্যান আজাদ, পতœীতলা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ও আদিবাসী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র দে, বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ঘটনার সাক্ষী গুলু মুর্মু, মজিবর রহমান প্রমুখ। মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার দুপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গুলিশাখালী বাজারে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। সভায় বক্তৃতা করেন কামরুল ইসলাম পলাশ, ইকবাল হোসেন বাদল, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, আলম মৃধা, মুরাদ হোসেন, গিয়াস উদ্দিন বাচ্চু, আনিসুর রহমান কাইউম, গাজী ফেরদাউস হোসেন পিয়াস, মেহেদী হাসান রুবেল প্রমুখ। চিংড়ি জব্দ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর পোর্ট রোড এলাকায় বুধবার সকাল সাড়ে আটটার দিকে জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা ও নৌ-পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে জেলিমিশ্রিত দুই মণ চিংড়ি জব্দ করেছে। বিয়ষটি নিশ্চিত করে নৌ-বন্দরের নৌ-ফাঁড়ি পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নেত্রকোনায় এএসআইকে গণধোলাই নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩০ নবেম্বর ॥ অবৈধ পন্থায় টাকা উপার্জন করতে গিয়ে জনতার গণধোলাইয়ের শিকার হয়েছেন এক এএসআই। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে কলমাকান্দা উপজেলার ডাইয়ারকান্দা বাজারে। এ সময় এলাকাবাসী তার কাছে থাকা একটি হ্যান্ডকাপও নিয়ে গেছে। জানা গেছে, কলমাকান্দা থানার এএসআই ইমরুল বুধবার দুপুর দেড়টার দিকে রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা বাজারে যান। তিনি ওই বাজারের একটি চায়ের দোকানে গিয়ে স্থানীয় পাথর ব্যবসায়ী আলামিনকে জুয়া খেলার অভিযোগে গ্রেফতারের ভয় দেখিয়ে তার কাছে ২০ হাজার টাকা চান। টাকা এনে দেয়ার কথা বলে আলামিন বাইরে গিয়ে বিষয়টি এলাকাবাসীকে জানান। পরে এলাকাবাসী উত্তেজিত হয়ে এএসআই ইমরুলের ওপর চড়াও হন। তারা তাকে গণধোলাই দেন এবং হাত থেকে হ্যান্ডকাপ ছিনিয়ে নেন। ঘটনার সত্যতা স্বীকার করে কলমাকান্দা থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ব্যবসায়ী আলামিনের বিরুদ্ধে থানায় কোন অভিযোগ নেই। ডাকাত সরদারসহ গ্রেফতার ১২ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩০ নবেম্বর ॥ সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের কালিরখামার গ্রামের সাজাপ্রাপ্ত আসামি বাদশা মিয়া, পলাশবাড়ি উপজেলার মনোহরপুর গ্রামে হত্যাসহ ৮ মামলার আসামি ডাকাত সরদার জোবায়ের আলী, পলাশবাড়ি সদর ইউনিয়নের রাইগ্রামের চিহ্নিত মাদক বিক্রেতা আনারুল ইসলামের স্ত্রী জবা বেগমসহ জেলার বিভিন্ন স্থান থেকে ১২ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে। অন্যরা হচ্ছেন- সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের রাজা মিয়া, ওই গ্রামের রজব আলী, দহবন্দ ইউনিয়নের দুলাল গ্রামের বেলাল হোসেন, সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া গ্রামের বাচ্চু মিয়া, ওই গ্রামের আলম মিয়া এবং গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত গ্রামের আকতার হোসেন, কুড়িপাইকা গ্রামের আবু বকর সিদ্দিক, গোপালপুর গ্রামের হাবিব মিয়া এবং ওই গ্রামের তাজুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত সময়ে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। সিসিকে অনিয়মের তদন্ত শুরু স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতিসহ কর্মকর্তাদের সম্পদ অর্জনের তদন্ত শুরু করেছে দুদক। দুদকের পক্ষ থেকে নথি তলব ও সম্পদের হিসাব চেয়ে চিঠি দেয়া হয়েছে। এরই মধ্যে সিসিক প্রকল্পের নথি জমা দিয়েছে আর কর্মকর্তাদের ব্যক্তিগত সম্পদের হিসাব জমা দেয়ার জন্য সময় চেয়েছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রঞ্জিত কুমার কর্মকার স্বাক্ষরে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বরাবরে গত ১ নবেম্বর দুটো চিঠি ইস্যু করা হয়। এর মধ্যে একটি চিঠিতে চাওয়া হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীসহ প্রকৌশলীদের সম্পদ-আয়ের হিসাব। ওই পত্রে ৮ নবেম্বরের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তাসহ প্রত্যেকের সিটি কর্পোরেশনে জমা দেয়া সম্পদ বিবরণীর সত্যায়িত কপি, তাদের নামে বা স্ত্রী সন্তান ও তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের নামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ, আয়কর নথি, ব্যাংক হিসাব বিবরণীসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্রের সত্যায়িত কপি সরবরাহ করতে বলা হয়। জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীসহ সিসিকে সব মিলিয়ে এক ডজন প্রকৌশলী কর্মরত রয়েছেন। এরা হলেন- প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, সামসুল হক পাটোয়ারী ও রুহুল আলম, সহকারী প্রকৌশলী অরবিন্দ দেব, আবদুস সোবহান, হাসিবুর রহমান ও জয়দেব বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন, লিপু সিংহ, সুমন দেব, মনসুরুল হক রাজু, মুজিবুর রহমান, অংসুমান ভট্টাচার্য রাখু, জুবেদ আলম ও এমএ মহসিন। সরকারী জায়গায় কালভার্ট নির্মাণে দ- স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বোয়ালখালীতে সরকারী জায়গা দখল করে কালভার্ট নির্মাণের অপরাধে শাহজাহান নামের এক ব্যক্তিকে দুই মাসের সশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম এ আদালত পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বুধবার দুপুরে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (দোহাজারী সড়ক বিভাগ) মজিবুর রহমানের অভিযোগের ভিত্তিতে উপজেলার আরাকান সড়কের আপেল আহম্মদের টেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে দেয়াল দিয়ে কালভার্ট নির্মাণের কাজ চলছিল। সেখান থেকে পশ্চিম গোমদ-ী ইউনিয়নের চরখিদিরপুর গ্রামের শাহজাহানকে আটক করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভূমি ও ইমারত নির্মাণ আইনের (৭) ধারায় তাকে দুই মাসের সশ্রম কারাদ- দেয়া হয়েছে। যশোর বারের নির্বাচন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে প্রবীণ আইনজীবী শরীফ আব্দুর রাকিব সভাপতি এবং আব্দুল গফুর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই দুইজন যথাক্রমে আওয়ামী আইনজীবী পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী ছিলেন। এবারের নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল সভাপতিসহ ১২টি পদে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। সমিতির অন্যান্য পদের মধ্যে সহসভাপতি বোরহান উদ্দিন জাকির, তাজলিমুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক পদে সিরাজুল ইসলাম লেন্টু, সহকারী সম্পাদক পদে বিএম জাফর আলতাফ, পলককুমার মিত্র, গ্রন্থাগার সম্পাদক পদে মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরী সদস্যের ৯টি পদে শাহিনা আক্তার সুবর্ণা, জাহাঙ্গীর আলীম, শাহনাজ পারভীন ছন্দা, একরামুল ইসলাম মুকুল, বশির আহম্মেদ খান, গোলাম নবী, আফরোজা সুলতানা রনি, আব্দুল্লাহ আল মাসুদ এছাড়া আব্দুল লতিফ মোড়ল ও মাহমুদা খানম ২০৮টি করে ভোট পেয়েছেন। যে কারণে এ পদের ব্যাপারে পরে সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয় সমিতির নির্বাচন। মাদক মামলায় যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩০ নবেম্বর ॥ মাদক মামলায় মনোয়ারা বেগম (৪০) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একইসঙ্গে ওই নারীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদ- দেয়া হয়েছে। বুধবার দুপুরে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এজিএম আল মামুন এ রায় প্রদান করেন। উল্লেখ্য, ২০১২ সালের ৯ জানুয়ারি ভৈরব থানা পুলিশ লক্ষ্মীপুর এলাকা থেকে ৭৫ গ্রাম হেরোইনসহ মনোয়ারা ও তার স্বামী অহিদ মিয়াকে আটক করে। ৮ হরিণ শিকারি আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ এলাকা থেকে হরিণ শিকারের ফাঁদ, ৪ নৌকাসহ ৮ শিকারিকে আটক করেছে কদমতলা বন অফিসের সদস্য এবং স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। বুধবার ভোরে সুন্দরবনের কদমতলা বন অফিস সংলগ্ন ৫১নং কম্পার্টমেন্টের আওতায় মালঞ্চ নদী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- খুলনা জেলার কয়রা থানার মহেশ্বরপুর গ্রামের মোশারফ বিশ্বাস একই এলাকার কালিকাপুর গ্রামের রাজ্জাক গাজী, জলিল সানা ও আকবর সানা, সেলিম সানা, লিটন সানা ও সাইদ সানা এবং পাইকগাছা থানার হরিণ খোলা গ্রামের আমির আলী মোল্লা। দু’ব্যবসায়ী আটক ॥ প্রতিবাদে ধর্মঘট নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৩০ নবেম্বর ॥ চুরি ও ছিনতাইয়ের অভিযোগে দায়ের মামলায় দুই ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে সদর উপজেলার জাগলা বাজারে ব্যবসায়ীরা ধর্মঘট পালন করছেন। বুধবার সকাল থেকে বাজারের দুই শতাধিক ব্যবসায়ী এ ধর্মঘটের ডাক দেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, ৩ নবেম্বর সবজি বিক্রির পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওই বাজারের ব্যবসায়ী অরূপ সাহা ও নিরূপ সাহার সঙ্গে মঘি ইউনিয়নের আঙ্গারদাহ গ্রামের মাতবর আতিয়ার রহমানের প্রথমে বচসা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আতিয়ার রহমান তার চাচাত ভাই ইসমাইল হোসেনকে দিয়ে ওই দুই ব্যবসায়ীর নামে সদর থানায় চুরি ও ছিনতাইয়ের মিথ্যা অভিযোগে মামলা করে। এ মামলায় সদর থানা পুলিশ মঙ্গলবার রাতে অরূপ সাহা ও নিরূপ সাহাকে আটক করে। ঝালকাঠিতে ১৪৪ ধারা নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৩০ নবেম্বর ॥ তিন পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচী ডাকায় জেলা বিএনপির সম্মেলন স্থলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। নিরাপত্তা বিঘিœত হওয়ার আশঙ্কায় বুধবার সন্ধ্যায় শহরের অতিথি কমিউনিটি সেন্টার ও আশপাশের পৌর এলাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানিকহার রহমান নিষেধাজ্ঞার এ আদেশ দেন। জানা যায়, চার বছর পর বৃহস্পতিবার দ্বি-বাষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন করার জন্য অতিথি কমিউনিটি সেন্টার ভাড়া করে ঝালকাঠি জেলা বিএনপি। ১০ দিন পূর্বে কমিউনিটি সেন্টারটি ভাড়া করে দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর। একই স্থানে সকাল ১০টায় তারেক রহমানের জন্মবার্ষিকী পালন করার জন্য পৌর যুবদলের একাংশ সমাবেশের ডাক দেয়। এছাড়াও সদর উপজেলা বিএনপির একাংশ দ্বি-বার্ষিক সম্মেলন করার জন্য একই দিন একই সময় কর্মসূচী আহ্বান করে। তিনপক্ষই জেলা প্রশাসকের কাছে অনুষ্ঠান করার অনুমতি চেয়ে আবেদন করে। এতে সংঘর্ষের আশঙ্কায় বৃহস্পতিবার ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ঈশ্বরদীতে তুলা মিলে অগ্নিকাণ্ড স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বুধবার বেলা সাড়ে ১১টায় আলহাজ মোড়ে এম এ করিম তুলা মিলে আগুন লেগে ২০ হাজার টাকার তুলা পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
×