ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহিউদ্দিনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ৭ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৪:২৭, ১ ডিসেম্বর ২০১৬

মহিউদ্দিনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ৭ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন আগামী ৭ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। আদালত সূত্রে জানা যায়, বুধবার মামলাটির চার্জ গঠনের শুনানি হওয়ার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু অসুস্থতার কারণে মহিউদ্দিন চৌধুরী আদালতে উপস্থিত হতে না পারায় তার পক্ষ থেকে সময় প্রার্থনা করা হলে বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। মামলার বিবরণে জানা যায়, চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় সিটি কর্পোরেশনের বাস টার্মিনালের ছাত্রী ছাউনিতে ২৩টি দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ আনা হয়েছে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। ১৯৯৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে পত্রিকায় কোন ধরনের বিজ্ঞপ্তি না দিয়ে এ দোকানগুলো বরাদ্দ দেয়া হয়। এ ক্ষেত্রে দোকানের দাম নির্ধারণে অনিয়ম হয়েছে বলে অভিযোগ আনা হয় দুদকের মামলায়। আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা ফার্মে সাঁওতাল আদিবাসীদের ওপর পুলিশী হামলা, খুন, লুটপাট ও হয়রানিমূলক মামলা দেয়ার প্রতিবাদে বোদা উপজেলা সদরে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ পঞ্চগড় জেলা শাখাসহ কয়েকটি সংগঠন। বুধবার সকালে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা উপজেলা পরিষদ চত্বরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে আদিবাসী সাঁওতাল নারী-পুরুষ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পরে তারা আদিবাসী সাঁওতালদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। আদিবাসী কল্যাণ সমিতির পরিচালক রজনী কান্ত মারডি, আদিবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা বাবু উদয় কুমার ঘোষ, সূর্যরাম মারডি, সান্তাল স্টুডেন্টস ইউনিয়ন জেলা শাখার সভাপতি মংলা সরেন, সান্তাল স্টুডেন্টস ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মধু মুরমু বক্তব্য রাখেন। চাঁপাইয়ে দুই জেএমবি সদস্যের ২০ বছর কারাদণ্ড স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ দুটি অস্ত্র মামলায় ২ জেএমবি সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। স্পেশাল ট্রাইব্যুন্যাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান বুধবার এ আদেশ প্রদান করেন। দ-প্রাপ্তরা হলেন- জেলার গোমস্তাপুর উপজেলার কলাইদিয়াড় গ্রামের মমিন ও ভোলাহাট উপজেলার খড়কপুর ঘুনটোলা গ্রামের রমজান আলী। উল্লেখ্য, ২০০৯ সালের ১৪ জুন ৫ রাউন্ড গুলি, অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও জিহাদী বইসহ শিবগঞ্জ উপজেলার খড়গপুর এলাকা থেকে মমিনকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে ২০০৯ সালের ১৭ জুন ভোলাহাট উপজেলার খড়কপুর ঘুটোলা এলাকার রমজানের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ১টি ওয়ান শূটারগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রমজান পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই ভোলাহাট থানায় রমজান ও মমিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
×