ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডাকাতি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৬, ১ ডিসেম্বর ২০১৬

ডাকাতি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে ডাকাতি মামলায় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে স্থানীয় দলের নেতাকর্মীরা। এতে ঢাকা-মাওয়া মহাসড়কের ছনবাড়ি নামক স্থানে রাস্তার উভয় দিকে এক কি.মি. এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। বুধবার সকাল নয়টার দিকে উপজেলার বাইপাস মোড় থেকে ডিবি ও শ্রীনগর থানা পুলিশ ভাগ্যকূল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুলকে গ্রেফতার করে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ সাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনির হোসেন মিটুলকে গ্রেফতারের খবর মুহূর্তে সর্বত্র ছড়িয়ে পড়ে। বেলা এগারোটার দিকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছনবাড়ি বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে অবরোধ ভেঙ্গে দেয়। রূপগঞ্জে গৃহবধূকে জবাই করে হত্যা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩০ নবেম্বর ॥ মুড়াপাড়া ইউনিয়নের হাউলিপাড়া এলাকায় রাজিয়া বেগম (৪০) নামে বিধবা নারীকে ধারালো অস্ত্র দিয়ে জবাই ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১টার দিকে ঘটে এ হত্যাকা-ের ঘটনা। এ ঘটনায় সন্দেহভাজন ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃতরা হলেনÑ মাহমুদাবাদ এলাকার সালাউদ্দিনের ছেলে রাজিব, হাউলিপাড়া এলাকার পঞ্চুলালের ছেলে প্রান্ত, শান্ত, একই এলাকার নাসির উদ্দিন নাসুর ছেলে বুলবুল, আরমান, ইব্রাহিম। নিহত রাজিয়া বেগম ওই এলাকার মৃত আয়েত উল্লাহর স্ত্রী। জানা গেছে, হাওলিপাড়া এলাকার নাছির উদ্দিন নাসুর জমিতে ঘর নির্মাণ করে দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন রাজিয়া বেগম। নাছির উদ্দিন নাসু অসুস্থ হওয়ার পর থেকে তাকে প্রায় সময় চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যেতেন রাজিয়া বেগম। রাত পৌনে ১১টার দিকে স্থানীয় চিকিৎসককে দেখিয়ে ফেরার পথে নিজ বাড়ির মুরগির ফার্মের পাশে ৫-৬ জনের দুর্বৃত্ত রাজিয়া বেগমকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নির্মমভাবে জবাই করে। এ সময় নাছির উদ্দিন নাসু দুর্বৃত্তদের হাত থেকে বেঁচে পালিয়ে আসে। রাজিয়া বেগমের ছেলে আরিফ ও শরিফ জানান, তারা দুই ভাই স্থানীয় কারখানায় শ্রমিক হিসেবে চাকরি করে সংসার চালিয়ে আসছেন। এছাড়া তাদের মায়ের সঙ্গে কারও পূর্ববিরোধ আছে বলে তাদের জানা নেই। বীর প্রতীককে কুপিয়ে জখম ॥ প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় বীর প্রতীক রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ। বুধবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের কাছে তারা মানববন্ধন করে। এ সময় মুক্তিযোদ্ধারা প্রশাসনের প্রতি দশ দিনের আল্টিমেটাম ছুড়ে দিয়ে বলেন, দশ দিনের মধ্যে রফিকুল ইসলামের হত্যা চেষ্টার আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের যেতে বাধ্য হবে তারা। সোমবার রাতে রফিকুল ইসলামের পথ রোধ করে তাকে হত্যার চেষ্টা করা হয়।
×