ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিন দফা দাবিতে আশুগঞ্জ কারখানা থেকে সার উত্তোলন বন্ধ

প্রকাশিত: ০৪:২৫, ১ ডিসেম্বর ২০১৬

তিন দফা দাবিতে আশুগঞ্জ কারখানা থেকে সার উত্তোলন বন্ধ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ তিন দফা দাবিতে আশুগঞ্জ সার কারখানা থেকে ৭ জেলায় অনির্দিষ্টকালের জন্য সার উত্তোলন বন্ধ করে দিয়েছে ডিলাররা। বুধবার সকাল থেকে কারখানার কমান্ড এরিয়াভুক্ত জেলাগুলোতে সার সরবরাহ বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা জানায়, কারখানার মহাব্যবস্থাপককে (বাণিজ্যিক) প্রত্যাহার ও নিম্নমানের সার সরবরাহ, বস্তায় ওজনে কম দেয়ার প্রতিবাদে বুধবার সকাল থেকে আশুগঞ্জ সার কারখানা থেকে দেশের ৭ জেলায় অনির্দিষ্টকালের জন্য সার উত্তোলন বন্ধ করে দেয় ডিলাররা। এতে করে কারখানার কমান্ড এরিয়াভুক্ত জেলাগুলোতে সার সরবরাহ বন্ধ রয়েছে। ডিলাররা জানান, ২০১১-১২ অর্থবছর থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ইউরিয়া সার আমদানি করা হয়। আমদানি করা সার এবং কারখানার নিজস্ব উৎপাদিত সার তালিকাভুক্ত ব্রাহ্মণবাড়িয়াসহ ৭ জেলার ডিলারদের মাঝে সরবরাহ করা হয়। আমদানিকৃত ইউরিয়া সারের বস্তায় (প্রতি বস্তা ৫০ কেজি) থাকার কথা থাকলেও প্রতি বস্তায় ১০/১৫ কেজি সার ওজনে কম পাওয়া যাচ্ছে। এবং নিম্নমানের সার সরবরাহ করা হচ্ছে। অনেক সারের বস্তায় এখন জমাট বেঁধে শক্ত হয়ে গুণগত মান নষ্ট হয়ে গেছে। আর এসব কারখানার মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) হাবিবুর রহমান উৎকোচ গ্রহণ করে পরিবহন ঠিকাদারের কাছ থেকে বুঝে নেন এবং ডিলাদের মাঝে সরবরাহ করেন। বিষয়টি মন্ত্রণালয়, বিসিআইসি ও কারখানা কর্তৃপক্ষকে বারবার অবহিত করা পর কর্তৃপক্ষ প্রথমে মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) হাবিবুর রহমানকে প্রত্যাহার করলেও গত মঙ্গলবার আবারও তাকে এ পদে বহাল করে কর্তৃপক্ষ। সম্প্রতি নিম্নমানের সার ও বস্তায় ওজন কমের প্রমাণ পান জেলা প্রশাসনের তদন্ত কমিটি। বিষয়টি বিসিআইসি কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। তাই ৭ জেলার ডিলাররা সার উত্তোলন বন্ধ রেখেছে। এতে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, চাঁদপুর জেলায় ৭৪৮ ডিলারের বরাদ্দকৃত সার উত্তোলন বন্ধ রেখেছে তারা।
×