ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন

আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তন দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:২৫, ১ ডিসেম্বর ২০১৬

আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তন দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ কেন্দ্রীয় মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর এই মনোনয়নপত্র জমা দেয়ার মধ্য দিয়েই জেলা আওয়ামী লীগের দ্বন্দ্ব ও বিভাজন প্রকাশ্য রূপ নিল। বুধবার দুপুরে জেলার বিভিন্ন স্থান থেকে জনপ্রতিনিধিরা দলে দলে এসে শহীদ রাজ্জাক পার্কে জড়ো হন। হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। সমাবেশে বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, জেলার বিভিন্ন স্থানে তার সমর্থক ভোটার ও কর্মীদের নানাভাবে হুমকি দেয়া হচ্ছে। বিক্ষোভ সমাবেশে বক্তারা কেন্দ্র থেকে দেয়া চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান প্রশাসক মুনসুর আহমেদের মনোনয়ন প্রত্যাহারের দাবি জানিয়ে দলীয় সভানেত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পরে সমর্থক ও কর্মীদের নিয়ে তিনি নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন। এদিকে মনোনয়ন প্রাপ্ত জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ জেলা পরিষদের প্রশাসক পদ থেকে বুধবার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তিনি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন তার সমর্থক নেতাকর্মীরা। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ ১৪ জন। কেন্দ্র থেকে জেলা সভাপতি মুনসুর আহমেদকে মনোনয়ন দেয়ার পর থেকেই জেলা আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। মনোনয়ন পরিবর্তন ও প্রত্যাহারের দাবিতে সোচ্চার হয়ে ওঠে ছাত্রলীগ, যুবলীগসহ ভোটার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা।
×