ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়

স্নাতক (সম্মান) ১ম বর্র্ষ ভর্তির আবেদন ৪ ডিসেম্বর শুরু

প্রকাশিত: ০৪:২৪, ১ ডিসেম্বর ২০১৬

স্নাতক (সম্মান) ১ম বর্র্ষ ভর্তির আবেদন ৪ ডিসেম্বর শুরু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে অনলাইন রিলিজ স্লিপের আবেদন শুরু হয়েছে। এ কার্যক্রম ৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। উক্ত ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং ভর্তি বাতিল করেছে সে সকল প্রার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (িি.িধফসরংংরড়হং. হঁ.বফঁ.নফ অথবা হঁ.বফঁ.নফ/ ধফসরংংরড়হং) থেকে জানা যাবে। অপরদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম পর্ব মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের রিলিজ সিøপের আবেদন মঙ্গলবার হতে শুরু হয়েছে এবং তা চলবে ৫ ডিসেম্বর (সোমবার) রাত ১২টা পর্যন্ত। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট ww(w. admissions. nu.edu.bd অথবা nu.edu.bd/ admissions) থেকে জানা যাবে। নর্থ সাউথ ভার্সিটিতে সেমিনার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্তর্জাতিক দিবস উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সোমবার মানুষের জন্য এবং মাত্রা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন মানুষের জন্য সংগঠনের প্রতিনিধি এবং মাত্রার কর্ণধার অভিনেতা আফজাল হোসেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠান সমন্বয় করেন দিলারা আফরোজ খান। -বিজ্ঞপ্তি ধৈর্য ধরুন শান্তিচুক্তি বাস্তবায়ন হবে ॥ সেতুমন্ত্রী নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৩০ নবেম্বর ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ের সহজ সরল মানুষকে অত্যন্ত ভালবাসেন। তাই তিনি পাহাড়ের দীর্ঘদিনের সংঘাত দূর করে পার্বত্য শান্তিচুক্তি করেছেন। আওয়ামী লীগ সরকার চুক্তি কয়েছে বিধায় এ সরকার তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী এখানকার মানুষের চিকিৎসা ও উচ্চশিক্ষার জন্য মেডিক্যাল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। এ বছর পার্বত্যাঞ্চলে সড়ক ও সেতু উন্নয়নের জন্য ৮৮২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বুধবার দুপুরে রাঙ্গামাটি পৌরসভা চত্বরে আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সেতুমন্ত্রী এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি দিপংকর তালুকদারের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য দেন- এমপি জেএফ আনোয়ার চিনু, চট্টগ্রাম বিভাগের সংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর প্রমুখ। বিনামূল্যে ধান বীজ বিতরণ সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৩০ নবেম্বর ॥ পীরগঞ্জ উপজেলা কৃষি সম্পসারণ অধিদফতর বুধবার দুপুরে ৯০জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ করেছে। উচ্চ ফলনশীল ২৮/২৯/৫৫/৫৮/৫৯ ও ৬৩ প্রজাতির ১০ কেজি করে ধান বীজ দেয়া হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ ও সাংবাদিক মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। ১৫৯ পরিবারে বিদ্যুতসংযোগ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৩০ নবেম্বর ॥ পল্লীবিদ্যুত সমিতি কালকিনি সাব-জোনাল শাখার উদ্যোগে বুধবার দুপুরে উপজেলার লক্ষ্মীপুর এলাকার পূর্বলক্ষ্মীপুর গ্রামের বিদ্যুত বিছিন্ন ১৫৯টি পরিবারের মাঝে বিদ্যুতসংযোগ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি আফম বাহাউদ্দিন নাছিম উপস্থিত থেকে বিদ্যুতসংযোগ উদ্বোধন করেন। এতে ওই এলাকার বিদ্যুত পরিচালক এনামুল হক বেপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, জোনাল অফিসের এজিএমকম সিদ্দিকুর রহমান প্রমুখ।
×