ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউফলের ৬০ স্পটে মাদক বিক্রি

প্রকাশিত: ০৪:২২, ১ ডিসেম্বর ২০১৬

বাউফলের ৬০ স্পটে মাদক বিক্রি

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩০ নবেম্বর ॥ মাদকসেবীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাউল। ৬০ স্পটে মাদক কেনাবেচা হচ্ছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সড়ক পথে চট্টগ্রাম, টেকনাফ ও কক্সবাজার থেকে ভোলা হয়ে বাউফলে নিয়ে আসা হয় ইয়াবা। ঢাকা ও চাঁদপুর থেকে নৌ-পথে আনা হয় গাঁজা। ঢাকা-বাউফলগামী লঞ্চগুলোর স্টাফদের সঙ্গে মাদক বিক্রেতাদের রয়েছে বিশেষ সখ্য। তাদের মাধ্যমে এসব মাদকদ্রব্য অতি নিরাপদে বহন করে আনা হয়। বাউফল শহরের কাগজির পুলের বৈশাখী সিনেমা হলের পেছন, বাস স্ট্যান্ড, বাউফল কলেজের পরিত্যক্ত টিনশেড ভবন, কলেজের ব্রিজ, লিচুতলার পরিত্যক্ত মাঠ, গোলাবাড়ীর ব্রিজ, মুসলিম পাড়ার নীলক্ষেত রোড, বাউফল মাধ্যমিক বিদ্যালয়ের পেছন ও অডিটরিয়াম, রেজিস্ট্রি অফিসের পেছন এলাকা, মহিলা কলেজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ভূমি অফিস এলাকা, পুরাতন বিদ্যুত অফিস, গালর্স স্কুলের পেছনে সাহা পাড়া, বাংলালিংক টাওয়ার এলাকা, পোস্ট অফিসের সামনে, প্রাণিসম্পদ অফিস সড়ক, হাসপাতালের পেছনে পুকুর পাড়, প-িত বাড়ির পুকুর পাড়, কালীমন্দির এলাকায় এবং উপজেলার পেছনের সড়ক ও এমপির ব্রিজসহ ৬০টি স্পটে চলে মাদক বিক্রি ও সেবন। ভাইয়া গ্রুপসহ কয়েক চিহ্নিত চক্রের মাধ্যমে এসব মাদকদ্রব্য ছড়িয়ে দেয়া হচ্ছে বাউফলের সর্বত্র। রাজশাহীতে বীমা কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীতে দিনেদুপুরে প্রকাশ্যে জীবন বীমা কর্পোরেশনের কর্মচারী রাসেলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ফুঁসে উঠেছেন এলাকাবাসী। ঘাতকদের বিচার দাবিতে বুধবার রাসেলের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে তারা। বুধবার দুপুরে রামেক হাসপাতালের মর্গ থেকে রাসেলের লাশ এলাকায় নিয়ে আসলে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। তাৎক্ষণিক তারা লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে এলাকায় কয়েক শ’ লোক যোগ দেয়। নগরীর বুলনপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে নগরীর কোর্ট শহীদ মিনার চত্বরে জমায়েত হয়ে সেখানে সমাবেশ করেন এলাকাবাসী। তারা অবিলম্বে ঘাতকদের গ্রেফতার ও বিচার দাবি করেন। পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়। মঙ্গলবার রাতে রাসেলের বড়ভাই জুয়েল বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
×