ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মনিরুজ্জামান বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গবর্নর

প্রকাশিত: ০৪:২০, ১ ডিসেম্বর ২০১৬

মনিরুজ্জামান বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গবর্নর

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এসএম মনিরুজ্জামানকে চুক্তিতে তিন বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকটির ডেপুটি গবর্নর নিয়োগ দিয়েছে সরকার। স্বেচ্ছায় অবসর গ্রহণ ও অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। এর আগে ১৫ নবেম্বর ড. খলীকুজ্জমানের নেতৃত্বে সার্চ কমিটির সুপারিশ অনুযায়ী মনিরুজ্জামানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। বরিশালে আয়কর দিবসের উদ্বোধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘সুখী স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই’ সেøাগানকে সামনে রেখে বুধবার সকালে নগরীতে আয়কর দিবসের উদ্বোধন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি উদ্বোধনী বক্তব্যে বলেন, একটি জাতি পরিপূর্ণ হয় তখনই যখন তারা অর্থনৈতিকভাবে অগ্রগামী হয়। আজ আর আমরা পিছিয়ে নেই। আমরা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি। ভারতে মোবাইল ব্যাংকিং সেবার পরিমাণ বৃদ্ধি অর্থনৈতিক রিপোর্টার ॥ ৫শ’ ও ১ হাজার রুপীর নোট বাতিল ঘোষণার পর লেনদেনের সুবিধার্থে ভারতে মোবাইল ব্যাংকিং সেবা দেয়ার পরিমাণ বাড়িয়েছে পে-টিএম এবং মোবিক উইকের মতো প্রতিষ্ঠান। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের এ সেবা দিচ্ছে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। তবে সুলভমূল্যে পাওয়ায় দেশটির প্রায় ৬৫ শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করলেও দেশটির গ্রামাঞ্চলে এখনও পুরোপুরি ইন্টারনেট সেবা না পৌঁছানোয় ভোগান্তি বেড়েছে তাদের। দেশটির অন্তত ৯০ শতাংশ গ্রাহক নগদ অর্থে কেনাকাটা করায় ব্যাংক এ্যাকাউন্ট নেই তাদের।
×