ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্লোভেনিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াবে বাংলাদেশ ॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:১৯, ১ ডিসেম্বর ২০১৬

স্লোভেনিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াবে বাংলাদেশ ॥ বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ স্লোভেনিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়াবে বাংলাদেশ। এ বিষয়ে উভয় দেশ একমত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় সফররত স্লোভেনিয়ার কৃষি, বন ও খাদ্যবিষয়ক স্টেট সেক্রেটারি (ডেপুটি মিনিস্টার) তানজা শ্রিনিশার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, স্লোভেনিয়া খুবই সুন্দর একটি দেশ। ২০ লাখ মানুষের এ দেশে রফতানি করলেও এর পরিমাণ খুবই কম। দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, আমাদের দেশের ব্যবসায়ীদের সঙ্গে স্লোভেনিয়ার ব্যবসায়ীদের তেমন যোগাযোগ নেই। আমরা চাই ব্যবসায়ীদের মধ্যে আলাপ-আলোচনা ও যোগাযোগ হোক। তোফায়েল আহমেদ বলেন, স্লোভেনিয়ার দুইটি কোম্পানি বাংলাদেশে পোশাক তৈরি করে। সেখানে আমাদের তৈরি পোশাক রফতানির সুযোগ আছে। তারা বলেছে স্লোভেনিয়ার বন্দর খুবই গুরুত্বপূর্ণ, সেই বন্দর যেন আমরা ব্যবহার করতে পারি। তানজা শ্রিনিশা বলেন, কৃষি, বাণিজ্য এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। রফতানি বাণিজ্য বাড়ানোর জন্যই পরিকল্পনা নেয়া হবে। সরকারী কেনাকাটা নিয়ে আজ সেমিনার স্টাফ রিপোর্টার ॥ সরকারী কেনাকাটায় (পাবলিক প্রকিউরমেন্ট) নাগরিকদের সম্পৃক্ত করা বিষয়ক একটি জাতীয় সেমিনার আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গবর্নেন্স এ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এ সেমিনারের যৌথ আয়োজক। সিরাজগঞ্জ ও রংপুর জেলার চার উপজেলায় সরকারী কেনাকাটায় নাগরিকদের সম্পৃক্ত করা বিষয়ক পাইলট কর্মসূচীর প্রাপ্ত তথ্য পর্যালোচনা করাই সেমিনারের মূল উদ্দেশ্য। এছাড়া সেমিনারে প্রকিউরমেন্টে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তৃতীয় পক্ষ হিসেবে নাগরিকদের আরও কার্যকর অংশগ্রহণ বিষয়েও পরামর্শ নেয়া হবে।আইএমইডি সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি। এছাড়া বিশেষ অতিথি থাকবেন বিশ্বব্যাংকের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান।
×