ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রেসিডেন্ট পদে কখনও প্রার্থী হবেন না মিশেল

প্রকাশিত: ০৪:১৬, ১ ডিসেম্বর ২০১৬

প্রেসিডেন্ট পদে কখনও প্রার্থী হবেন না মিশেল

মার্কিন প্রেসিডেন্ট পদে কখনও দাঁড়াবেন না যুক্তরাষ্ট্রের বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামা। রোলিং স্টোন সাময়িকীতে দেয়া এক সাক্ষাতকারে কথাটি পরিষ্কারভাবেই জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার এএফপির এক খবরে এ কথা জানানো হয়। সদ্যসমাপ্ত নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পরদিন ওই সাক্ষাতকারে ওবামা এ কথা বলেন। ট্রাম্পের জয়ের পর থেকে রাজনীতিতে মিশেল ওবামার আসা নিয়ে নানা গুঞ্জন চলছে। বারাক ওবামা বলেন, ‘আমি জানি মিশেল প্রতিভাবান। আপনারা দেখেছেন, সাধারণ জনগণের সঙ্গে তিনি কীভাবে মিশে গেছেন। মজার কথা হলো, রাজনীতিতে নামা নিয়ে মিশেল খুব স্পর্শকাতর।’ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে প্রচার চালিয়েছেন মিশেল। সে সময় তার আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। কলম্বিয়ার সিনেটে সংশোধিত শান্তিচুক্তি অনুমোদন কলম্বিয়ার বিদ্রোহী সংগঠন ফার্কের সঙ্গে স্বাক্ষরিত সংশোধিত শান্তিচুক্তি অনুমোদন করেছে দেশটির সিনেট। পাঁচ দশকের রক্তক্ষয়ী সংঘাত অবসানে ফার্ক গেরিলাদের সঙ্গে কলম্বিয়া সরকারের করা ‘ঐতিহাসিক’ প্রথম শান্তিচুক্তিটি গত মাসে গণভোটে খুব কম ব্যবধানে প্রত্যাখ্যান করেছিল দেশটির ভোটাররা। খবর বিবিসির। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস জানিয়েছেন, চুক্তির নয়া প্রস্তাবনাগুলো শক্তিশালী এবং বিরোধীদের চাওয়া অনুযায়ী পরিবর্তন আনা হয়েছে। তবে দেশটির সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবের নেতৃত্বাধীন বিরোধীরা দাবি করছেন, সংশোধিত চুক্তিতেও ফার্ক গেরিলা নেতাদের অনেক ছাড় দেয়া হয়েছে। সংশোধিত এই চুক্তিটি এখন অনুমোদনের জন্য কংগ্রেসের নিম্নকক্ষে পাঠানো হবে। সিনেটে অধিবেশন শুরুর আগে মেডেলিন শহরের কাছে সোমবার ব্রাজিলের ফুটবলারদের বহনকারী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সিনেটররা।
×