ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নৃত্যশিল্পী মোঃ শাহাজাহানকে উদীচীর শ্রদ্ধা

প্রকাশিত: ০৩:৪১, ১ ডিসেম্বর ২০১৬

নৃত্যশিল্পী মোঃ শাহাজাহানকে উদীচীর শ্রদ্ধা

সংস্কৃতি ডেস্ক ॥ চলে গেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও প্রশিক্ষক মোঃ শাহজাহান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সাবেক এই সদস্যের মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংগঠনের নেতা কর্মীরা। বুধবার সকালে উদীচী চত্বরে মোঃ শাহজাহানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উদীচীর কেন্দ্রীয় সংসদ, ঢাকা মহানগর সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ, উদীচী গে-ারিয়া শাখার নেতা কর্মীরা। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সময় বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদারসহ অন্যরা। আগামী ৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় উদীচী কার্যালয়ে মো. শাহজাহানের স্মরণ সভা আয়োজনের কথা জানান তিনি। ৮০’র দশকের শেষ দিকে উদীচীর সঙ্গে যুক্ত হন মোঃ শাহজাহান। একজন নৃত্যশিল্পী হিসেবে অল্প দিনেই উদীচীর বিভিন্ন অনুষ্ঠানে নিজ প্রতিভার স্বাক্ষর রাখেন। শুধু শিল্পী হিসেবেই নয় মৌলবাদমুক্ত সমাজ গঠনে একজন অগ্রসেনানী হিসেবে অচিরেই উদীচীর সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন তিনি। এক পর্যায়ে উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য নির্বাচিত হন। উদীচী ছাড়া, বুলবুল ললিতকলা একাডেমি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও নৃত্য শিল্পী ও প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন মো. শাহজাহান। উদীচী সূত্র জানায়, গেন্ডারিয়ার সন্তান মোঃ শাহজাহানকে বুধবার বিকেলে জুরাইন কবরস্থানে দাফন করা হয়।
×